E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

ভিটামিন এ প্লাস ক্যাম্পেইন উপলক্ষে জামালপুরে সাংবাদিক ওরিয়েন্টেশন কর্মশালা

২০২০ জানুয়ারি ০৬ ১৮:২৭:৩০
ভিটামিন এ প্লাস ক্যাম্পেইন উপলক্ষে জামালপুরে সাংবাদিক ওরিয়েন্টেশন কর্মশালা

রাজন্য রুহানি, জামালপুর : ১১ জানুয়ারি শনিবার জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন উপলক্ষে জামালপুরে অনুষ্ঠিত হয়েছে জেলা সাংবাদিক ওরিয়েন্টেশন কর্মশালা। জেলা সিভিল সার্জন কার্যালয়ের বীর মুক্তিযোদ্ধা ডা. নজরুল ইসলাম সভাকক্ষে সোমবার (৬ জানুয়ারি) বিকেল ৪টায় এ কর্মশালা অনুষ্ঠিত হয়।

সিভিল সার্জন ডা. গৌতম রায়ের সভাপতিত্বে অনুষ্ঠিত কর্মশালায় ক্যাম্পেইন সংশ্লিষ্ট ডাক্তারেরা জেলায় ভিটামিন এ ক্যাপসুল সরবরাহ ও খাবারের নিয়ম সম্পর্কে অবহিত করেন।

এবার জেলার ৭টি উপজেলায় উদ্দিষ্ট লক্ষ্যমাত্রার মধ্যে ৬ মাস থেকে ১১ মাসের শিশু ৩৫ হাজার ৫৪জন এবং ১২ মাস থেকে ৫৯ মাসের শিশু ২ লাখ ৮৬ হাজার ২শ ৫৩জন। ১ হাজার ৬শ ৯২টি কেন্দ্রে ৩হাজার ৩শ ৮৪জন স্বেচ্ছাসেবীর মাধ্যমে এই ভিটামিন ক্যাপসুল খাওয়ানো হবে বলে জানিয়েছেন সিভিল সার্জন ডা. গৌতম রায়।

(আরআর/এসপি/জানুয়ারি ০৬, ২০২০)

পাঠকের মতামত:

২০ এপ্রিল ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test