E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

গৌরীপুরে গরু চুরির হিড়িক : গরুসহ ইউপি মেম্বার গ্রেফতার

২০২০ জানুয়ারি ০৭ ১৮:০৮:৩৩
গৌরীপুরে গরু চুরির হিড়িক : গরুসহ ইউপি মেম্বার গ্রেফতার

গৌরীপুর (ময়মনসিংহ) প্রতিনিধি : ময়মনসিংহের গৌরীপুর উপজেলার ২নং গৌরীপুর ইউনিয়নের হাটশিরা গ্রামে সোমবার দিবাগত রাতে কৃষক আঃ গনির ৩টি গরু চুরির ঘটনা ঘটেছে। ডৌহাখলা ইউনিয়নে মঙ্গলবার রাতে তিন বাড়ি থেকে এক সঙ্গে ১০টি গরু চুরির খবর পাওয়া গেছে। এ ইউনিয়নের নন্দীগ্রাম থেকে বৃহস্পতিবার এক কৃষকের ৪টি গরু চুরির ঘটনা ঘটে। সহনাটী ইউনিয়ন থেকে অপর এক কৃষকের ৩টি গরু চুরি হয়। 

অপরদিকে পুলিশের তালিকাভুক্ত গরু চোর ময়মনসিংহের গৌরীপুর উপজেলার অচিন্তপুর ইউনিয়ন পরিষদের সদস্য আরিফুল ইসলাম সুমন ওরফে কসাই সুমন গরুসহ শেরপুর জেলা গোয়েন্দা পুলিশের (ডিবি) হাতে মঙ্গলবার রাতে গ্রেফতার হয়। সে খান্দার গ্রামের মোঃ লাল মিয়া ওরফে লালু কসাইয়ের পুত্র।

শেরপুর গোয়েন্দা পুলিশ সূত্র জানায়, অচিন্তপুর ইউনিয়ন পরিষদের সদস্য আরিফুল ইসলাম সুমন ওরফে কসাই সুমন আন্তঃজেলা গরু চোর সিন্ডিকেটের প্রধান। তাকে মঙ্গলবার নেত্রকোনার কেন্দুয়া এলাকা থেকে গ্রেফতার করা হয়েছে। তার বিরুদ্ধে ২০১৬সালে ১০মার্চ তারিখে নেত্রকোণার মোহনগঞ্জ ও গৌরীপুর থানায় ২০১৮সালের ২৪ডিসেম্বর আরো দুটি মামলার এজাহারভূক্ত আসামী।

এদিকে মঙ্গলবার রাতে ডৌহাখলা ইউনিয়নের ঝাউগাই গ্রামে মোঃ আব্দুল জব্বারের পুত্র মোঃ মাসুদ রানার ৩টি গরু, মোমরুজ আলীর পুত্র মোঃ নাজিম উদ্দিনের ৩টি গরু ও মৃত হাফিজ উদ্দিনের পুত্র মোঃ মুন্নাছ আলীর ৪টি গরু চুরি হয়ে গেছে।

একই ইউনিয়নের নন্দীগ্রামে এক কৃষকের ৪টি গরু বৃহস্পতিবার রাতে চুরি যাওয়ার সংবাদ পাওয়া গেছে। অপরদিকে সহনাটী ইউনিয়নে ৩কৃষকের ৭টি গরু গত সপ্তাহে চুরির সংবাদ পাওয়া গেছে। গরু চুরির প্রত্যেকটি ঘটনায় মামলা হয়েছে।

(এস/এসপি/জানুয়ারি ০৭, ২০২০)

পাঠকের মতামত:

২৫ এপ্রিল ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test