E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

ঈশ্বরদীতে ইক্ষু গবেষণা ও উন্নয়ন শীর্ষক সেমিনার 

২০২০ জানুয়ারি ০৯ ১৫:৪৬:০৩
ঈশ্বরদীতে ইক্ষু গবেষণা ও উন্নয়ন শীর্ষক সেমিনার 

ঈশ্বরদী (পাবনা) প্রতিনিধি : অষ্ট্রেলিয়ার পরিপ্রেক্ষিতে ইক্ষু গবেষণা ও উন্নয়ন শীর্ষক সেমিনার ঈশ্বরদী সুগারক্রপ গবেষণা ইনস্টিটিউটে অনুষ্ঠিত হয়েছে। 

ইনস্টিটিউটের ইয়াসিন আলী মিলনায়তনে বৃহস্পতিবার অনুষ্ঠিত সেমিনারে সভাপতিত্ব করেন বিএসআরআই এর মহাপরিচালক ড. আমজাদ হোসেন।

প্রধান অতিথি ছিলেন অষ্ট্রেলিয়ার বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ও এসডিজি বিষয়ক বিশেষজ্ঞ ড. আমজাদ হোসাইন।

বিশেষ অতিথি ছিলেন অষ্ট্রেলিয়ার সুগার রিসার্স বিভাগের প্রধান বিশেষজ্ঞ ও বিশ্ববিদ্যালয়ের সহযোগী অধ্যাপক শামসুল আরেফিন ভূইয়া।

স্বাগত বক্তব্য রাখেন বিএসআরআই-এর পরিচালক ড, সমজিৎ কুমার পাল। সেমিনারে বিএসআরআই-এর সকল বিজ্ঞানীসহ বিভিন্ন চিনিকলের ব্যবস্থাপনা পরিচালক ও কৃষিবিদরা অংশগ্রহণ করেন।

সভায় বিএসআরআই-এর বিজ্ঞানী এবং চিনিকলের এমডিরা নিজ নিজ কর্মক্ষেত্রের বিভিন্ন সমস্যা উপস্থাপন করেন। প্রধান অতিথি ও বিশেষ অতিথি তাঁদের দীর্ঘ অভিজ্ঞতা থেকে বাংলাদেশে কিভাবে ইক্ষু চাষ ও চিনি শিল্পের উন্নয়ন করা যায় সে বিষয়ে বিস্তারিত আলোকপাত করেন।

(এসকেকে/এসপি/জানুয়ারি ০৯, ২০২০)

পাঠকের মতামত:

০৮ মে ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test