E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

আগৈলঝাড়ায় বিভিন্ন আয়োজনে জাতির পিতার জন্ম শতবার্ষিকীর অনুষ্ঠান 

২০২০ জানুয়ারি ১১ ১৫:৩১:৪৫
আগৈলঝাড়ায় বিভিন্ন আয়োজনে জাতির পিতার জন্ম শতবার্ষিকীর অনুষ্ঠান 

আঞ্চলিক প্রতিনিধি, বরিশাল : আগৈলঝাড়ায় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্ম শতবার্ষিকী উপলক্ষে বর্নাঢ্য র‌্যালি, আলোচনাসভা, প্রমান্যচিত্র প্রদর্শনসহ বিভিন্ন আয়োজনে পালিত হয়েছে। 

সরকারের অর্থ মন্ত্রনালয়ের অর্থনৈতিক সম্পর্ক বিভাগের উদ্যোগে উপজেলা প্রশাসনের আয়োজনে শনিবার সকাল দশটায় “অপ্রতিরোধ্য অগ্রযাত্রায় বাংলাদেশ” এই শ্লোগানকে সামনে রেখে উপজেলা চত্তর থেকে সকল শেণি পেশার তিন সহস্রাধিক মানুষের সমন্বয়ে বর্নাঢ্য শোভাযাত্রা শহর ঘুরে পুণরায় উপজেলা চত্তরে গিয়ে শেষ হয়।

পরে উপজেলা নবাগত নির্বাহী অফিসার চৌধুরী রওশন ইসলামের সভাপতিত্বে “বঙ্গবন্ধুর উন্নয়ন দর্শণ শীর্ষক আলোচনা সভায় বক্তব্য রাখেন উপজেলা পরিষদ চেয়ারম্যান মুক্তিযোদ্ধা আব্দুর রইচ সেরনিয়াবাত, উপজেলা আওয়ামী লীগ সভাপতি সুনীল কুমার বাড়ৈ, থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. আফজাল হোসেন, ভাইস চেয়ারম্যান রফিকুল ইসলাম তালুকদার, গৈলা মডেল সরকারী মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক জহিরুল হক, প্রেসক্লাবের আহ্বায়ক কেএম আজাদ রহমান, ইউপি চেয়ারম্যান ইলিয়াস তালুকদার, রত্নপুর ইউনিয়ন আওয়ামী লীগ সভাপতি অমিও লাল চৌধুরী, ছাত্রলীগ সভাপতি মিন্টু সেরনিয়াবাত।
উপজেলা চত্তরের অস্থায়ী মঞ্চের পাশে শোভা পাওয়া বঙ্গবন্ধুর জীবন ভিত্তিক স্থির চিত্র দেখতে ভীর জমায় আগত শিক্ষার্থী ও উৎসুক জনতা।

শিশু কিশোরদের অংশগ্রহনে শহীদ সুকান্ত আবদুল্লাহ হল রুমে ‘বঙ্গবন্ধু ও বাংলাদেশ’ শীর্ষক চিত্রাংকন প্রতিযোগীতা, স্থানীয় শিল্পীদের মাধ্যমে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। প্রামান্যচিত্রে দেখানো হয় অর্থনৈতিক সম্পর্ক বিভঅগের নির্মিত ততথ্য চিত্র।

অনুষ্ঠানে “অপ্রতিরোধ্য অগ্রযাত্রায় বাংলাদেশ” শীর্ষক কেন্দ্রীয়ভাবে মুল কনসার্ট এলইডি পর্দায় সরাসরি উপভোগ করেন আগত দর্শক শ্রোতারা। রাতে আতশবাজির আলোকচ্ছটায় রঙ্গিন হয়ে ওঠে উপজেলার সমগ্র আকাশ।

(টিবি/এসপি/জানুয়ারি ১১, ২০২০)

পাঠকের মতামত:

২৬ এপ্রিল ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test