E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

শিরোনাম:

আগৈলঝাড়ায় শিশুদের ভিটামিন এ প্লাস ক্যাপসুল খাওয়ানো উদ্বোধন

২০২০ জানুয়ারি ১১ ১৫:৩৩:১৯
আগৈলঝাড়ায় শিশুদের ভিটামিন এ প্লাস ক্যাপসুল খাওয়ানো উদ্বোধন

আঞ্চলিক প্রতিনিধি, বরিশাল : বরিমালের আগৈলঝাড়ায় জাতীয় ভিটামিন এ প্লাস ক্যাপসুল খাওয়ানো কর্মসূচির উদ্বোধন করা হয়েছে।  

শনিবার সকালে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে প্রধান অতিথি হিসেবে শিশুদের ভিটামিন এ প্লাস ক্যাপসুল খাওয়ানোর উদ্বোধন করেন স্বাস্থ্য ও পরিবার কল্যান মন্ত্রনালয়ের অতিরিক্ত সচিব শেখ মজিবর রহমান।

বরিশাল জেলা সিভিল সার্জন ডা. মো. মনোয়ার হোসেন এর সভাপতিত্বে আয়োজিত উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন স্বাস্থ্য ও পরিবার কল্যান মন্ত্রনালয়ের সিনিয়র সহকারী সচিব এস এম জাহাঙ্গীর হোসেন।

অন্যান্যদের মধ্যে আরও উপস্থিত ছিলেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মো. বখতিয়ার আল মামুন, ওসি (তদন্ত) নকিব আকরামসহ মেডিকেল অফিসারগণ।

সূত্র মতে, সরকারীভাবে ১১ জানুয়ারী জাতীয় ভিটামিন এ প্লাস ক্যাম্পেইন (দ্বিতীয় রাউন্ড) সারাদেশে পালনের অংশ হিসেবে আগৈলঝাড়া উপজেলার পাঁচটি ইউনিয়নে ১শ ২০টি অস্থায়ী টিকাদান কেন্দ্র ও উপজেলা হাসপাতালসহ মোট ১২১টি কেন্দ্রে ২শ ৪২জন স্বেচ্ছাসেবক ৬ মাস থেকে ১১ মাস বয়সী ১হাজার ৬শ ৪জন শিশুকে উচ্চ ক্ষমতা সম্পন্ন নীল রংয়ের ভিটামিন এ ক্যাপসুল ও ১২মাস থেকে ৫৯মাস সয়সী ১৫ হাজার ৮শ ৬৮ জন শিশুদের উচ্চ ক্ষমতা সম্পন্ন লাল রংয়ের ভিটামিন এ ক্যাপসুল খাওয়ানো হবে।

(টিবি/এসপি/জানুয়ারি ১১, ২০২০)

পাঠকের মতামত:

২৭ এপ্রিল ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test