E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

লালপুরে থানা বিএনপিতে বিরোধ প্রকাশ্য রুপ নিয়েছে

২০১৪ আগস্ট ০৬ ১৯:১০:৩৬
লালপুরে থানা বিএনপিতে বিরোধ প্রকাশ্য রুপ নিয়েছে

নাটোর ও লালপুর প্রতিনিধি : নাটোরের লালপুর থানা বিএনপির কমিটি গঠনকে কেন্দ্র করে চেয়ারপার্সনের উপদেষ্টা বিএনপির কেন্দ্রিয় নেতা সাবেক মন্ত্রী ফজলুর রহমান পটল সমর্থক ও গোপালপুর পৌর মেয়র জেলা বিএনপির সাবেক সহ সাংগঠনিক সম্পাদক মঞ্জুরুল ইসলাম বিমল সমর্থকদের বিরোধ প্রকাশ্য রুপ নিয়েছে।

গত শুক্রবার রাতে সাবেক মন্ত্রী ফজলুর রহমান পটলের বাসভবনে তার উপস্থিতিতে লালপুর থানা বিএনপির আহ্বায় কমিটি ঘোষনা করা হয়। লালপুর থানা বিএনপির সভাপতি হাজির উদ্দিন সরকারকে আহবায়ক ও যুবদল সভাপতি বর্তমান উপজেলা পরিষদ চেয়ারম্যান হারুনার রশিদ পাপ্পুকে সদস্য সচিব করে ৫১ সদস্য বিশিষ্ট একটি আহবায়ক কমিটি ঘোষনা করা হলে বিরোধ চরমে ওঠে। ওই বিরোধের জেরে বিমল সমর্থকরা থানা বিএনপির পাল্টা আহ্বায়ক কমিটি ঘোষনা করে।

বুধবার গোপালপুর পৌর মিলনায়তনে আয়োজিত এক সভায় লালপুর থানা বিএনপির প্রতিষ্ঠাতা সাধারন সম্পাদক, নাটোর জেলা বিএনপির সহ-সভাপতি ও সাবেক উপজেলা পরিষদ চেয়ারম্যান আব্দুর রাজ্জাক মাষ্টারকে আহবায়ক ও জেলা বিএনপির সাবেক সহ-সাংগঠনিক সম্পাদক, লালপুর থানা যুবদলের সাবেক সভাপতি ও গোপালপুর পৌরসভার বর্তমান মেয়র মনজুরুল ইসলাম বিমলকে সদস্য সচিব করে ১০১ সদস্য বিশিষ্ট লালপুর থানা বিএনপির অপর একটি আহবায়ক কমিটি ঘোষনা করা হয়। এনিয়ে এলাকায় বিএনপির দুগ্র“পের মধ্যে চাপা উত্তেজনা বিরাজ করছে। দলের সাধারন নেতা কর্মীদের মধ্যে এনিয়ে বিরুপ প্রতিক্রিয়ার সৃষ্টি হয়েছে। তারা এই পাল্টাপাল্টি কমিটি গঠনকে দলের গঠনতন্ত্র পরিপন্থি বলে মনে করছে। দু’পক্ষই একে অপরের কমিটির বৈধতা নিয়েও নানা প্রশ্ন তুলেছেন।

মেয়র মঞ্জুরুল ইসলাম বিমল জানান,বর্তমান কমিটি বলবৎ থাকা সত্বেও ফজলুর রহমান পটল তার নিজের আত্মীয় স্বজনদের নিয়ে একটি পকেট কমিটি করেছেন। বিএনপির জেলা কমিটি ওই কমিটি সম্পর্কে কিছুই জানেননা। তাদের ওই কমিটির কোন বৈধতা নেই। গঠনতন্ত্র পরিপন্থি।

এবিষয়ে জানতে বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা ফজলুর রহমান পটলের সঙ্গে তার সেল ফোন নম্বরে একাধিকবার যোগাযোগ করা হলেও তাকে পাওয়া যায়নি। তবে নবগঠিত কমিটির সদস্য সচিব উপজেলা পরিষদ চেয়ারম্যান হারুনার রশীদ পাপ্পু জানান,এধনের কোন কমিটি গঠনের খবর তারা জানেননা। কমিটি গঠনের কোন অধিকার তাদের নেই। কেননা তারা দলে কেউ নয়। বহু আগে তারা দল থেকে বহিস্কৃত হয়েছে।

জেলা বিএনপির সাধারন সম্পাদক আমিনুল হক জানান, লালপুর থানা বিএনপির কমিটি গঠনের বিষয়ে তারা কিছুই জানেননা। গঠনতন্ত্র অনুযায়ী জেলা বিএনপি কর্তৃক অনুমোদন সাপেক্ষেই কেবল কমিটি গঠন করা যাবে।

উল্লেখ্য দীর্ঘ প্রায় এক যুগেরও বেশি সময় ধরে বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা ও সাবেক প্রতিমন্ত্রী ফজলুর রহমান পটল ও গোপালপুর পৌরসভার বর্তমান মেয়র জেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক মনজুরুল ইসলাম বিমলের মধ্যে বিরোধ চলে আসছে।

(এমআর/এটিআর/আগস্ট ০৬, ২০১৪)

পাঠকের মতামত:

০৭ মে ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test