E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

কুমিল্লায় বিপুল পরিমাণ মাদক ধ্বংস

২০১৪ আগস্ট ০৬ ১৯:৫৫:০২
কুমিল্লায় বিপুল পরিমাণ মাদক ধ্বংস

স্টাফ রিপোর্টার, কুমিল্লা : কুমিল্লা গোমতি নদীর পাড়ে বিপুল পরিমাণ গাঁজা, ফেন্সিডিল, হুইস্কি এবং বিয়ার ধ্বংস করা হয়েছে। বুধাবার বিকেলে কুমিল্লা গোমতির নদীর পাড়ে চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মীর শফিকুল আলম, সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট শহীদুল্লাহ কায়সার, সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট (সদর কোর্ট) শফিকুল ইসলামের উপস্থিতিতে আটককৃত এসব মাদকদ্রব্য আগুন দিয়ে ধ্বংস করা হয়।

আটককৃত মাদকের মধ্যে রয়েছে প্রায় ৬ মণ গাঁজা, ১৩৫ বোতল ফেন্সিডিল, বিয়ার ক্যান ৬৬টি, কাঁচের বোতল ৮টি। যার মূল্য প্রায় ১২ লাখ টাকা।

চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মীর শফিকুল আলম জানান, বিভিন্ন সময় আইনশৃংখলা বাহিনীর হাতে আটক মাদকদ্রব্য জমিয়ে সকলের উপস্থিতিতে আগুন দিয়ে ধ্বংস করা হয়। তিনি বলেন, এ ধরনের কার্যক্রম অব্যাহত থাকবে।

জানা যায়, কোতয়ালি থানা, ডিবি, বুড়িচং থানা, সদর দক্ষিণ থানা পুলিশ বিভিন্ন সময় চোরাকারবারীদের কাছ থেকে এ মাদকদ্রব্যগুলো আটক করে।

মাদকদ্রব্য ধ্বংসের সময় উপস্থিত ছিলেন কোতয়ালি মডেল থানার সেকেন্ড অফিসার মো: সালাউদ্দিন, এসআই শ্যামল মজুমদারসহ অন্যান্যরা। মাদক ধ্বংসের সময় বিপুল সংখ্যক জনতা ভিড় জমায়।

(এইচকেজি/অ/আগস্ট ০৬, ২০১৪)

পাঠকের মতামত:

২০ এপ্রিল ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test