E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

কেন্দুয়ায় পৌর শহরে ২৪ প্রহর ব্যাপী নামযঞ্জ শুরু

২০২০ জানুয়ারি ১২ ১৮:৪৭:১৬
কেন্দুয়ায় পৌর শহরে ২৪ প্রহর ব্যাপী নামযঞ্জ শুরু

সমরেন্দ্র বিশ্বশর্মা, কেন্দুয়া (নেত্রকোণা) : কেন্দয়া পৌরশহরের ০৮ নং ওয়ার্ডের দিগদাইর আরামবাগ মহল্লায় শুরু হয়েছে ২৪ প্রহর ব্যাপী নামযঞ্জ অনুষ্ঠান। শ্রী শ্রী রাধা গোবিন্দ্র মন্দির প্রাঙ্গনে শনিবার সকাল থেকে শুরু হয়েছে এ নামযঞ্জ।

মঙ্গলবার সূর্যোদয়ের সঙ্গে সঙ্গে এ অনুষ্ঠানের সমাপ্তি ঘটবে। এই অনুষ্ঠানে নাম সুধা পরিবেশন করছেন গোপালগঞ্জের গোকূর কৃষ্ণ সম্প্রায় ।

মাদারীপুরের মহা প্রভূ, পাবনার শিব ঠাকুর, নেত্রকোণার জগৎ বন্ধু, সুনামগঞ্জের বৈষ্ণব ও ময়মনসিংহের জয়গুরু সম্প্রদায়।

উৎসব পরিচালনা কমিটির সভাপতি আলয় রায় এবং সাধারন সম্পাদক সৌরভ পাল জানান, ১০ জানুয়ারি শুক্রবার রাতে ক্ষেত্রমোহন পালের পরিবেশনায় অধিবাস কীর্ত্তণ অনুষ্ঠিত হয়। এই উৎসবের পৌরহিত্ব করছেন বৈরাটী গৌরি আশ্রমের শ্রীমৎ কৃষ্ণনান্দ ব্রহ্মচারী। মঙ্গলবার সকালে বিশ্বশান্তি কামনায় বিশেষ প্রার্থনার মাধ্যমে এ অনুষ্ঠানের সমাপ্তি ঘটবে।

(এসবি/এসপি/জানুয়ারি ১২, ২০২০)

পাঠকের মতামত:

২৬ এপ্রিল ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test