E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

‘গ্রামীণ স্বাস্থ্যসেবায় কমিউনিটি ক্লিনিক ভূমিকা রাখছে’

২০২০ জানুয়ারি ১৩ ১৬:৩৮:১৮
‘গ্রামীণ স্বাস্থ্যসেবায় কমিউনিটি ক্লিনিক ভূমিকা রাখছে’

নাগরপুর (টাঙ্গাইল) প্রতিনিধি : মন্ত্রী পরিষদ সচিব আনোয়ারুল ইসলাম বলেছেন গ্রামীণ স্বাস্থ্যসেবায় বর্তমান সরকারের কমিউনিটি ক্লিনিকগুলো গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। বিশেষ করে মা ও শিশু স্বাস্থ্য সেবায় এর ভূমিকা অপরিসীম। শহর থেকে গ্রাম পর্যায়ে চিকিৎসাসেবা পৌছে দিতেই সরকার কমিউনিটি ক্লিনিকগুলো স্থাপন করেছে। 

সোমবার সকালে টাঙ্গাইলের নাগরপুর উপজেলার কোনড়ায় শেখ রাসেল মিনি স্টেডিয়ামে যমুনা ব্যাংক ফাউন্ডেশন আয়োজিত ফ্রি মেডিকেল ক্যাম্প ও কম্বল বিতরন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যেতিনিএসব কথা বলেন।

তিনি এসময় উপস্থিত জনসাধারনের উদ্দেশ্যে আরও বলেন আপনারা যদি মায়েদের স্বাস্থ্য নিয়ে ভাবেন তাহলে বাল্যবিবাহ থেকে বিরত থাকুন। বাল্যবিবাহ নারী স্বাস্থ্যের ক্ষতির অন্যতম কারন। উপস্থিত সকলকে বাল্যবিবাহ, ইভটিজিং ও যৌতুক প্রথা থেকে বিরত থাকতে রাষ্ট্রীয় আইন মেনে চলার আহবান জানান তিনি।

জেলা প্রশাসক মো.শহীদুল ইসলামের সভাপতিত্বে ও প্রভাষক মো. শিবলী সাদিকের সঞ্চালনায় অনুষ্ঠিত আলোচনা সভায় ও কম্বল বিতরন অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন, তথ্য সচিব কামরুন্নাহার বেগম, মন্ত্রী পরিষদ সচিবের একান্ত সচিব মাহমুদ ইবনে কাসেম, টাঙ্গাইলের পুলিশ সুপার সঞ্জিত কুমার রায়, নাগরপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা সৈয়দ ফয়েজুল ইসলাম, টাঙ্গাইল নির্বাহী প্রকৌশলী (এলজিইডি) গোলাম আজম, উপজেলা প্রকৌশলী মো.মাহবুবুর রহমান, শিক্ষা কর্মকর্তা আঞ্জুমান আরা বেগম বিথী, যমুনা ব্যাংকের কো অর্ডিনেটর মো.জাহাঙ্গীর আলম প্রমুখ।

পরে দিনব্যাপী যমুনা ব্যাংক ফাউনেডশন এর উদ্যোগে দুস্থ্যদের মাঝে কম্বল, ঢাকা থেকে আগত বিশেষজ্ঞ চিকিৎসক দিয়ে রোগীদের চক্ষু, গাইনী, ডায়াবেটিস রোগের চিকিৎসা ও ফ্রি ঔষধ বিতরন করা হয়।

(আরএস/এসপি/জানুয়ারি ১৩, ২০২০)

পাঠকের মতামত:

২০ এপ্রিল ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test