E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

আশুলিয়ায় অপহৃত স্কুলছাত্রী উদ্ধার, গ্রেপ্তার ৪

২০১৪ আগস্ট ০৭ ০৯:৫২:৩৩
আশুলিয়ায় অপহৃত স্কুলছাত্রী উদ্ধার, গ্রেপ্তার ৪

সাভার প্রতিনিধি : শিল্পাঞ্চল আশুলিয়ায় বাইপাইল থেকে এক স্কুল ছাত্রীকে অপহরণ ও মুক্তিপণ দাবির দুই দিন পর অপহৃত স্কুল ছাত্রী রুনা আক্তারকে (১৫) উদ্ধার করা হয়েছে। এসময় ৪ অপহরণকারীকে গ্রেপ্তার করেছে পুলিশ।

বুধবার রাতে উত্তরবঙ্গের নীলফামারী জেলা সদর থেকে ওই ছাত্রীকে উদ্ধার করে নিয়ে আসে আশুলিয়া থানা পুলিশ।

থানা পুলিশ ও অপহৃতের পারিবারিক স‍ূত্রে জানা যায়, সোমবার বিকেলে স্কুল ছাত্রী রুনা আক্তার কোচিং সেন্টার থেকে বাসায় ফেরার পথে বাইপাইল এলাকার পৌঁছলে একদল যুবক ওই স্কুল ছাত্রীকে জোরপূর্বক একটি মাইক্রোবাসে করে তুলে নিয়ে যায়। পরবর্তীতে অপহরণকারীরা তার বাবার মুঠোফোনে কল করে মেয়েকে ছেড়ে দেওয়ার জন্য দুই লাখ টাকা মুক্তিপণ দাবি করে। এ ঘটনার পর অপহৃতের বাবা বাদশা মিয়া বাদী হয়ে আশুলিয়া থানায় একটি মামলা দায়ের করেন।

এঘটনায় পুলিশ বুধবার সকালে আশুলিয়ার কাইচাবাড়ী এলাকা থেকে মোহাম্মদ আলী নামের (৩৫) এক ব্যক্তিকে আটক করেন। পরে তার স্বীকারোক্তি অনুযায়ী আশুলিয়া থানার উপ-পরিদর্শক আজহারুল ইসলাম নীলফামারী সদর এলাকায় মিলনের বাড়িতে অভিযান চালিয়ে অপহৃত স্কুল ছাত্রীকে উদ্ধার করে। এসময় নিসাত (১৮), মিলন (২০) ও স্বাধীন (১৮) নামের তিন যুবককে গ্রেপ্তার করে।

এ ব্যাপারে আশুলিয়া থানার ওসি শেখ বদরুল আলম জানান, অপহৃত স্কুল ছাত্রীকে নিলফামারী থেকে উদ্ধার করা হয় এবং ৪ অপহরণকারীকে গ্রেপ্তার করা হয়।

এছাড়া অপহৃত রুনাকে বৃহস্পতিবার ১৬৪ ধারায় জবানবন্দী প্রদানের জন্য সেইফহোমে পাঠানো হবে বলেও জানান তিনি।

(ওএস/এইচআর/আগস্ট ০৭, ২০১৪)

পাঠকের মতামত:

১১ মে ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test