E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

কক্সবাজারে ট্রলার ডুবি ঘটনায় জামালপুরে শোকের আবহ

২০১৪ আগস্ট ০৭ ১০:৫৯:৫৮
কক্সবাজারে ট্রলার ডুবি ঘটনায় জামালপুরে শোকের আবহ

কক্সবাজার প্রতিনিধি : কক্সবাজারে মালয়েশিয়াগামি ট্রলার ডুবির ঘটনা কক্সবাজারের পুলিশের পক্ষে অস্বীকার করে বিষয়টি নিয়ে লুকোচুরি করা হলেও এ ঘটনায় জামালপুর জেলার সরিষাবাড়ি উপজেলায় চলছে শোকের আবহ।

বুধবার কক্সবাজার সদর হাসপাতাল থেকে আলম শেখ (৩৫) এর মৃতদেহ শনাক্ত হওয়ার পর এ পরিস্থিতির সৃষ্টি হয়েছে।
সরিষাবাড়ি উপজেলার চামরাবাদ ইউনিয়ন পরিষদের সদস্য (মেম্বার) নুরুল ইসলাম জানিয়েছেন, আলম শেখ (৩৫) তার ইউনিয়নের পাঁচবাড়ি ডিগ্রী এলাকার সাত্তার শেখের পুত্র। তিনি গত ৫ দিন আগে মালয়েশিয়া যাওয়ার কথা বলে বাড়ি থেকে বের হয়ে কক্সবাজারে ট্রলার ডুবে মারা যান। এ ঘটনায় ২ ভাই জীবিত অবস্থায় এলাকায় ফেরত যাওয়ার পর এ তথ্য জানতে পারেন। এ ঘটনায় তার এলাকার আরো একজন নিখোঁজ রয়েছেন। নিখোঁজ রয়েছে দুদু শেখ। দুদু শেখ ওই এলাকার রহিম উদ্দিনের পুত্র। জীবিত ফেরত যাওয়া ২ জন হল একই এলাকার জব্বার শেখের পুত্র সবর শেখ ও দেলোয়ার শেখ।
সরিষাবাড়ি থানার উপ-পরিদর্শক (এসআই) আমিনুল ইসলাম জানিয়েছেন, তিনি বিষয়টি জেনে পাঁচবাড়ি ডিগ্রী এলাকার আলম শেখের বাড়িতে গিয়েছিলেন। সেখানে গিয়ে তিনি আলম শেখ মালয়েশিয়াগামি ট্রলার ডুবে মারা যাওয়ার সত্যতা পেয়েছেন।
একই কথা বলেছেন, কক্সবাজার সদর হাসপাতাল থেকে আলম শেখ (৩৫) মৃতদেহটি গ্রহণকারি তার লাল মিয়া শেখ।
তিনি বলেন, মালয়েশিয়াগামি ট্রলার ডুবে তার ভাই মারা যান। অথচ বিষয়টি পুরো অস্বীকার করেছেন কক্সবাজার সদর থানার ওসি মাহফুজুর রহমান।
তিনি জানিয়েছেন, একটি ফিশিং ট্রলার বিধ্বস্ত হয়ে সাগরে ভেসে আসে। ওটি মালয়েশিয়া ট্রলার এটা কিভাবে নিশ্চিত হওয়া কেন এমন প্রশ্ন রেখে তিনি বলেন, ‘বিধ্বস্ত ট্রলার থেকে কেউ উদ্ধার হয়নি। কেউ নিখোঁজও নেই। মঙ্গলবার উদ্ধার হওয়া লাশটি কোন জামালপুর জেলার সরিয়াবাড়ি এলাকার এক বাসিন্দার এবং স্বজনদের কাছে লাশটি হস্তান্তর করা হয়েছে এবং সে কক্সবাজার বেড়াতে এসেছিল।

(টিটি/এইচআর/আগস্ট ০৭, ২০১৪)


পাঠকের মতামত:

২৯ এপ্রিল ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test