E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

কর্ণফুলীতে ভূমিদস্যু কতৃক জোরপূর্বক জমি দখল চেষ্টার অভিযোগ

২০২০ জানুয়ারি ২৫ ১৫:০৪:০১
কর্ণফুলীতে ভূমিদস্যু কতৃক জোরপূর্বক জমি দখল চেষ্টার অভিযোগ

স্টাফ রিপোর্টার : চট্টগ্রাম কর্ণফুলী উপজেলার ফকিরনীর হাঁট এলাকায় একটি প্রভাবশালী ভূমিদস্যু চক্রের বিরুদ্ধে নিরীহ লোকের জমি দখল চেষ্টার অভিযোগ উঠেছে।

এ ঘটনায় ইতোমধ্যে বিরোধীয় জমি নিয়ে আদালতে মামলা দায়ের করা হয়েছে। কিন্তু চক্রটি আদালতের নিষেধাজ্ঞা অমান্য করে বিরোধীয় জমি নিতে বারবার চেষ্টা চালাচ্ছেন।

ভুক্তভোগিরা জানান, যেকোন প্রকারে সংঘবদ্ধ চক্রটি জমিটি দখল নিতে মরিয়া হয়ে উঠেছে। এমন কি চক্রটি শাহমীরপুরের মো. ইউনুস নামে এক ব্যক্তিকে আঘাতপ্রাপ্ত রোগী সাজিয়ে হাসপাতালে ভর্তি রেখে মিথ্যা মামলা করার পায়তারা করছে। সূত্র জানায়, এর আগেও চুরি হয়েছে বলে মামলা করা হয়েছে।

অপরদিকে আদালতের নির্দেশনার বিষয়টির সত্যতা জানিয়েছেন উপজেলা সহকারি কমিশনার (ভূমি) মারুফা বেগম নেলী।

স্থানীয় সূত্রে জানা যায়, কয়েকবার দিন দুপুরে সীমানা প্রাচীর ও স্থাপনা তৈরি করে জমিটি দখলে নেওয়ার প্রচেষ্টা চালালেও স্থানীয় পুলিশ প্রশাসনের তৎপরতায় চক্রটি তার করতে ব্যর্থ হন।

ওদিকে ফকিরনীর হাঁট বাজার এলাকার স্থানীয় দোকানদার রফিক জানান, জমিটির দখল-বেদখল নিয়ে দুপক্ষের মধ্যে সংঘর্ষের আশঙ্কা রয়েছে। কেননা একটি ভূমিদস্যু গ্রুপ প্রতিনিয়ত ভয়ভীতি ও হুমকি প্রদর্শন করে জোরপূর্বক নির্মাণ কাজ করার পায়তারা করছে। চক্রটি মাঝে মধ্যে মহড়া দিয়ে ভীতি তৈরি করছে এলাকায়। এছাড়াও আদালতের স্থিতিবস্থা জারি থাকা সত্বেও জমি দখলের চেষ্টায় লিপ্ত রয়েছে।

অপরদিকে মামলা ও ভুক্তভোগী পরিবার সূত্রে জানা যায়, উপজেলার শিকলবাহা ইউনিয়নের পি.এ.বি সড়ক সংলগ্ন ফকিরনীর হাট রাস্তার মাথা এলাকার প্রায় ১১ গন্ডা নাল জমি নিয়ে আলহাজ্ব মোস্তাফিজুর রহমান গংয়ের সঙ্গে একই এলাকার সাগর আহম্মদ ও অন্যান্যদের সাথে বিরোধ চলছে। এ নিয়ে চট্টগ্রাম মহানগর অতিরিক্ত জেলা ম্যাজিষ্ট্রেট আদালতে প্রতিকার চেয়ে আলহাজ্ব মোস্তাফিজুর রহমানের ছেলে মো. মিজানুর রহমান রিপন ফৌজদারী কার্য্যবিধি আইনের ১৪৫ ধারায় ( মিছ মামলা নং-১৪৬৮/১৯ইং ) মিছ মামলা দায়ের করেন। পরবর্তীতে শুনানি শেষে মামলার আদেশ হলে দখল ও মালিকানা বিষয়ে সহকারি কমিশনার (ভূমি) কর্ণফুলীকে ব্যবস্থাসহ প্রতিবেদন দাখিল ও বিরোধীয় ভূমিতে জমির মালিকানা দাবিদার উভয়পক্ষের মধ্যে শান্তি-শৃঙ্খলা বজায় রাখতে সংশ্লিষ্ট প্রশাসনকে নির্দেশ দেন। এতে বিবাদীপক্ষ ও আদালতের শরনাপন্ন হন বলে জানা যায়।

বাদী পক্ষের আলহাজ্ব মোস্তাফিজুর রহমানের ছেলে মো. মিজানুর রহমান রিপন বলেন,‘জমিটির প্রকৃত মালিক আমরা। পূর্বপুরুষ থেকে ওই জমিতে আমরা চাষাবাদ করে আসছি। বর্তমানে আদালতে মামলা চলছে। কিন্তু একটি চক্র আমার সৎ ফুফু থেকে তিন শতক জমি ও স্বত্তহীন মালিক আব্দুল আজিজ থেকে সরকারি এ্যাকোয়ারের ৯ শতক জায়গাসহ ১৬ শতকের দলিল সৃষ্টি করে। যা ইতোমধ্যে আমি সৎ ফুফুর তিন শতক জায়গার জন্য আদালতে মুসলিম অধ্যাদেশ আইনে মামলা করেছি এবং আব্দুল আজিজের দলিল বাতিলের জন্য ও মামলা করা হয়েছে। তারপরেও ওরা আমাকে মিথ্যা মামলা দিয়ে হয়রানি করে জমি দখলের চেষ্টা চালাচ্ছে এবং নানা হুমকী দমকি ও মিথ্যা মামলার ভয় দেখাচ্ছে। এসব ভূমিদস্যুদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে আমি প্রশাসনের সু-দৃষ্টি কামনা করছি।

এ ব্যাপারে বিবাদী পক্ষের মো. সাগর আহম্মেদ বলেন, ‘জমি দখলের অভিযোগসহ ভয়ভীতির অভিযোগ অসত্য। যেহেুতু এই জমি নিয়ে আদালতে ১৪৫ ধারায় মামলা রয়েছে।

কর্ণফুলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ইসমাইল হোসেন বলেন, ‘আদালতের নির্দেশ অনুযায়ী পুলিশ কাজ করছে। এলাকার শান্তি শৃঙ্খলা নষ্ট করে অবৈধ ভাবে কাউকে জমি দখল করতে দেওয়া হবে না। কেননা ভূমিতে স্থিতিবতা বজায় রাখার আদেশ রয়েছে।’

ইতোপুর্বে বিরোধীয় জমিতে গন্ডগোল ও জোরপূর্বক জমি দখল হচ্ছে এমন সংবাদ পেয়ে কর্ণফুলী থানা পুলিশ কয়েকবার অভিযান চালায় এবং পরিস্থিতি নিয়ন্ত্রণে রেখেছে এবং জমির মালিকানা দাবিদার উভয় পক্ষকে শান্তি-শৃঙ্খলা রক্ষার্থে নোটিশ জারী করা হয়েছে।

জানতে চাইলে কর্ণফুলী উপজেলা নিবার্হী অফিসার সৈয়দ শামসুল তাবরীজ জানান, শান্তি শৃঙ্খলা বিঘ্ন ঘটিয়ে অবৈধভাবে কারো জমি দখল করার ক্ষমতা কারো নেই। এমন অভিযোগের খবর পেলে অবশ্যই আইনি ব্যবস্থা নেওয়া হবে।‘

(জেজে/এসপি/জানুয়ারি ২৫, ২০২০)

পাঠকের মতামত:

১৮ এপ্রিল ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test