E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

সিরাজদিখানে দুস্থ-শীতার্তদের মাঝে কম্বল বিতরণ

২০২০ জানুয়ারি ২৭ ১৬:৪২:২১
সিরাজদিখানে দুস্থ-শীতার্তদের মাঝে কম্বল বিতরণ

সিরাজদিখান (মুন্সীগঞ্জ) প্রতিনিধি : বেসরকারী  সংস্থা শারির উদ্যোগে দুস্থ ও শীতার্ত  শিক্ষা সহায়ক কেন্দ্রের শিক্ষার্খীদের মাঝে কম্বল বিতরণ করা হয়েছে।

সোমবার সকাল ১০টায় উপজেলার রশুনিয়া রূষিপাড়া মনিপাড়া গ্রামের দলিত সম্প্রদায় বিকাশ প্রি-প্রাইমারী স্কুলাি প্রাঙ্গণে ১০০ শিক্ষার্খীদেরকে কম্বল দেওয়া হয়।

কম্বল বিতরণের আগে স্কুল প্রাঙ্গণে সংক্ষিপ্ত আলোচনা সভার আয়োজন করা হয়। সভায় সিরাজদিখান উপজেলা সমাজসেবা কর্মকর্তা সুমন মধু, সিরাজদিখান উপজেলা প্রেসক্লাব সভাপতি সুব্রত দাস রনক, বেসরকারী সংস্থা শারির ম্যানেজার নিরঞ্জন দাস, বেসরকারী সংস্থা শারির সমন্বয়ক পবিত্র মন্ডল, সিরাজদিখান কেন্দ্রীয় সমবায় সমিতির সভাপতি নজরুল ইসলাম তালুকদার,রশুনিয়া মনিপাড়া পঞ্চায়েত প্রধান শ্রীকৃষ্ণ দাস, মোঃ অসিম প্রধান, রেখা রানী দাস, রশুনিয়া গ্রামের সালাউদ্দীন প্রমুখ উপস্থিত ছিলেন।

কম্বল পেয়ে দলিত সম্প্রদায় বিকাশ প্রি-প্রাইমারী স্কুলের প্রথম শ্রেণির ছাত্রী উমা দাস জানায়, এর আগে কখনো কম্বল বিতরণের কথা শোনেনি। এখানে নতুন কম্বল পেয়ে খুব ভাল লাগছে।

জয় দাস বলেন, ভাবতেই পারিনি এভাবে কম্বল বিতরণ করা হয়। আজ কম্বল পেয়ে খুব খুশি হয়েছি।

(এসডিআর/এসপি/জানুয়ারি ২৭, ২০২০)

পাঠকের মতামত:

২০ এপ্রিল ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test