E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

শিরোনাম:

মৌলভীবাজারে অগ্নিদগ্ধ হয়ে একই পরিবারের পাঁচজনের মৃত্যু

২০২০ জানুয়ারি ২৮ ১৫:১৭:১৮
মৌলভীবাজারে অগ্নিদগ্ধ হয়ে একই পরিবারের পাঁচজনের মৃত্যু

মোঃ আব্দুল কাইয়ুম, মৌলভীবাজার : মৌলভীবাজারে অগ্নিদগ্ধ হয়ে তিনবছরের শিশুসহ একই পরিবারের পাঁচজনের মর্মান্তিক মৃত্যু হয়েছে। 

মঙ্গলবার (২৮ জানুয়ারি) সকাল ৯টার দিকে শহরের সাইফুর রহমান সড়কের পিংকি সু-স্টোরে এ ঘটনা ঘটে।

অগ্নিদগ্ধ হয়ে নিহতরা হলো- পিংকি সু-স্টোরের সত্বাধিকারী সুভাষ রায় (৬০) বোন দিপ্তী রায়, (৪০) দিপীকা রায়, বৈশাখী রায় (৩) ও পিয়া রায় (১৪)।

প্রত্যক্ষদর্শী ও ফায়ার সার্ভিস সূত্রে জানা যায়, মঙ্গলবার সকাল ৯টার দিকে পিংকি সু-স্টোরে বৈদ্যুতিক সর্টসার্কিট থেকে প্রথমে আগুনের সূত্রপাত ঘটলে মুহূর্তেই ছড়িয়ে পড়ে পুরো দোকানে। এসময় দোকানে প্লাস্টিক জাতীয় সামগ্রী থাকায় আগুনের ভয়াবহতা মুহুর্তেই ছড়িয়ে পড়লে হতাহতের এই ঘটনা ঘটে।

আগুনের খবর পেয়ে ফায়ার সার্ভিসের মৌলভীবাজার ও শ্রীমঙ্গলের দুটি ইউনিট ঘটনাস্থলে গিয়ে প্রায় দু'ঘন্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রনে নিয়ে আসে।

এর পর পুলিশ ও ফায়ার সার্ভিস কর্মীরা ভিতর থেকে আগুনে দগ্ধ মরদেহ গুলো একে একে বের করে নিয়ে এসে এম্বুলেন্সে করে সদর ২৫০ শয্যা বিশিষ্ট হাসপাতালে নিয়ে আসে।

মর্মান্তিক এই ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে উপস্থিত হন মৌলভীবাজারের জেলা প্রশাসক বেগম নাজিয়া শিরিন, পুলিশ সুপার ফারুক আহমেদ পিপিএম (বার ) পৌর মেয়র ফজলুর রহমান, গণমাধ্যমকর্মীসহ বিশিষ্টজনেরা।

পুলিশ সুপার ফারুক আহমেদ পিপিএম (বার) পাঁচজনের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে বলেন, মৃতের সংখ্যা না বাড়ার সম্ভাবা রয়েছে।

তবে ঘটনাস্থলে উপস্থিত সিআইডির এক কর্মকর্তা জানান, ফায়ার সার্ভিস তাদেরকে নিশ্চিত করেছেন যে প্রাথমিকভাবে আগুনের সূত্রপাত বৈদ্যুতিক সর্টসার্কিট থেকে হতে পারে বলে তাদের ধারনা।

এদিকে ভয়াবহ এঘটনায় প্রাথমিক ক্ষয়ক্ষতি সম্পর্কে কোন পরিসংখ্যান জানা না গেলেও ধারনা করা হচ্ছে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। সরেজমিন গিয়ে দেখা যায় আগুনের লেলিহান শিখায় আশপাশের ভবনও ক্ষতিগ্রস্ত হয়।

(একে/এসপি/জানুয়ারি ২৮, ২০২০)

পাঠকের মতামত:

২৭ এপ্রিল ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test