E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

মির্জাগঞ্জে মুক্তিযোদ্ধাদের যাচাই বাছাই শুরু ৩ ফেব্রুয়ারি

২০২০ জানুয়ারি ২৮ ১৬:৫৭:১১
মির্জাগঞ্জে মুক্তিযোদ্ধাদের যাচাই বাছাই শুরু ৩ ফেব্রুয়ারি

মির্জাগঞ্জ (পটুয়াখালী) প্রতিনিধি : পটুয়াখালীর মির্জাগঞ্জে উপজেলা মুক্তিযোদ্ধা যাচাই বাছাই কার্যক্রম আগামী ৩ ফেব্রুয়ারি থেকে শুরু হবে। উপজেলায় যেসকল মুক্তিযোদ্ধারা অনলাইনে আবেদন করেছেন এবং ভাতাভোগী অভিযুক্ত ব্যাক্তিদের যাচাই-বাছাই কার্যক্রমের আওতায় আনা হবে বলে গত ১৬ জানুয়ারি এক সভায় রেজুলেশন করা হয়েছে। 

এ উপলক্ষে উপজেলা নির্বাহী অফিসারের কক্ষে অনুষ্ঠিত ওই সভায় উপজেলা মুক্তিযোদ্ধা যাচাই বাছাই কমিটির সভাপতি আঃ আজিজ মল্লিক ও উপজেলা মুক্তিযোদ্ধা যাচাই বাছাই কমিটির সদস্য সচিব উপজেলা নির্বাহী অফিসার মোঃ সরোয়ার হোসেনসহ গন্যমান্যে ব্যাক্তিগন উপস্থিত ছিলেন।

মির্জাগঞ্জে উপজেলা মুক্তিযোদ্ধা যাচাই বাছাই কার্যক্রমে অনলাইনে আবেদনকৃত মুক্তিযোদ্ধারা ৩০ জানুয়ারি পর্যন্ত নির্ধারিত ফরমে প্রয়োজনীয় কাগজপত্র জমা দিতে পারবেন। উপজেলার ৬টি ইউনিয়নে অনআইনে ১৯১জন মুক্তিযোদ্ধা হিসেবে আবেদন করেছেন। রেজুলেশনের উল্লেখ করা হয়, ২০১৯ সালের ১ জুলাই পটুয়াখালী জেলা প্রশাসকের পত্র মোতাবেক মির্জাগঞ্জ নির্বাহী অফিসারের কক্ষে উপজেলা মুক্তিযোদ্ধা যাচাই বাছাই করার বিষয়ে আলোচনা করা হয়।

মির্জাগঞ্জে উপজেলা মুক্তিযোদ্ধা যাচাই বাছাই আগামী ৩ ফেব্রুয়ারি থেকে শুরু হয়ে চলবে ৪ ফেব্রুয়ারি পর্যন্ত। ইতিমধ্যেই উপজেলায় সর্বত্র মাইকিং করা হয়েছে। ৩ ফেব্রুয়ারি উপজেলার মাধবখালী ইউনিয়ন ও মির্জাগঞ্জ ইউনিয়নে যাচাই বাছাই কার্যক্রম অনুষ্ঠিত হবে এবং ৪ ফেব্রুয়ারি আমাড়াগাছিয়া ইউনিয়ন,দেউলী সুবিদখালী ইউনিয়ন, কাকড়াবুনিয়া ইউনিয়ন ও মজিদবাড়িয়া ইউনিয়নে মুক্তিযোদ্ধা যাচাই বাছাই কার্যক্রম অনুষ্ঠিত হবে।

এ ব্যাপারে উপজেলা নির্বাহী অফিসার ও উপজেলা মুক্তিযোদ্ধা যাচাই বাছাই কমিটির সদস্য সচিব মোঃ সরোয়ার হোসেন বলেন, মির্জাগঞ্জে যারা মুক্তিযোদ্ধা হিসেবে আবেদন করেছেন তা সুষ্ঠু ভাবে যাচাই বাছাই সম্পন্ন এবং যেসকল মুক্তিযোদ্ধাদের ব্যাপারে অভিযোগ রয়েছে তাদের কাগজপত্র যাচাই বাছাই ও সুষ্ঠু তদন্ত করে উর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে প্রেরন করা হবে।

(ইউজি/এসপি/জানুয়ারি ২৮, ২০২০)

পাঠকের মতামত:

২০ এপ্রিল ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test