E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

শিরোনাম:

সংবাদ প্রকাশের জের, সাংবাদিককে ধর্ষণ মামলার হুমকি!

২০২০ জানুয়ারি ২৮ ১৮:০৯:১০
সংবাদ প্রকাশের জের, সাংবাদিককে ধর্ষণ মামলার হুমকি!

পাথরঘাটা প্রতিনিধি : বরগুনার পাথরঘাটায় বিত্তশালী পরিবারকে ঘূর্ণিঝড় বুলবুলের ত্রান  দেয়ার সংবাদ প্রকাশের জের, সাংবাদিকদের নামে ধর্ষণ মামালা দেয়ার হুমকি!

গত রবিবার চরদুয়ানী হাইস্কুলের একটি কক্ষে অক্সফাম ও কোডেকের সহায়তায় স্থানীয় এনজিও সংগ্রাম ঘূর্ণিঝড় বুলবুলে ক্ষতিগ্রস্থ গরীব পরিবারের মাঝে জরুরী ত্রানসামগ্রী বিতরন করে। ওই ঘটনায় প্রকৃতদের পাশকাটিয়ে পাঁকা বাড়ির মালিক, ব্যবসায়ী সহ নান সচ্ছল পেশাজীবীদের ত্রান দেয়া হয়। যার তালিকা প্রনয়নের অভিযোগ ওঠে চরদুয়ানী গ্রামের রতন হাওলাদারের বিরুদ্ধে। ওই ঘটনায় বেশ ক'জন বিল্ডিং ও পাঁকা বাড়ির মালিককে ত্রান দেয়ার খবর ভোরের কাগজ সহ বেশকিছু অনলাইন নিউজপোট্রালে প্রকাশ হয়। এদের মধ্যে শ্যামল মিস্ত্রী একজন। ওই শ্যামলের স্ত্রী প্রভাতী রানী সাংবাদিকদের দেখে নেয়ার হুমকি দিয়েছে।

মঙ্গলবার ২৮ জানুয়ারী সকাল ১০টার দিকে পাথরঘাটার চরদুয়ানী বাজার সংলগ্ন মৃত কেশব মিস্ত্রীর পুত্রবধু প্রভাতী রানীর বাসার সামনে দিয়ে যাওয়ার পথে ভোরের কাগজের প্রতিনিধি অমল তালুকদারের বড়বোন কাকতী রানীকে হুমকি দিয়ে দম্ভের সাথে জানায় "তোর ভাই আমার বিল্ডিংয়ের ছবি তুলে পেপারে দিছে, ওই সাংবাদিকগো নামে ধর্ষন মামলা দিমু!" ঘটনার সময় সেখানে উপস্থিত ছিলেন চরদুয়ানী বাজারের কৃষ্ণকান্ত মিস্ত্রীর স্ত্রী গীতা রানী, মিষ্টান্ন ব্যবসায়ী উত্তম কুমার রায়ের মা,দীপঙ্কর হালদার সহ অন্যান্য পরিচিত অপরিচিত পথচারী।

উল্লেখ্য, প্রভাতী রানী মহিলা উন্নয়ন সংস্থা নামক একটি প্রতিষ্ঠান পরিচালনার নামেও দূর্নীতিতে লিপ্ত রয়েছেন। তার বিরুদ্ধে আগে থেকেই সাংবাদিকদের কাছে অভিযোগ রয়েছে,তিনি মোটা অঙ্কের সুদে টাকা লগ্নি করেন।

নাম না প্রকাশের শর্তে একাধিক ব্যক্তি বলেন,সুদের টাকার গরমে সে যে কাউকে দেখে নেয়ার হুমকি দিতে পারেন।

এমন সকল অর্থবিত্তশালীর নামে রতন হাওলাদার ত্রান দিয়ে এলাকায় চরমভাবে সমালোচিত হয়েছেন।

(এটি/এসপি/জানুয়ারি ২৮, ২০২০)

পাঠকের মতামত:

০২ মে ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test