E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

আগৈলঝাড়ায় বিদ্যালয়ের পাশে সেই মুরগীর ফার্মে ভ্রাম্যমান আদালতের অভিযান

২০২০ জানুয়ারি ২৯ ১৭:৪২:৫৩
আগৈলঝাড়ায় বিদ্যালয়ের পাশে সেই মুরগীর ফার্মে ভ্রাম্যমান আদালতের অভিযান

আঞ্চলিক প্রতিনিধি, বরিশাল : বরিশালের আগৈলঝাড়ায় বিদ্যালয়ের পাশে সাবেক চেয়ারম্যান পুত্রের সাত বছর আগে পরিবেশ দুষণকারী স্থাপন করা সেই মুরগীর ফার্ম এক মাসের মধ্যে অন্যত্র সরিয়ে নেয়ার নির্দেশ দিয়েছেন ভ্রাম্যমান আদালত। 

ভ্রাম্যমান আদালত সূত্রে জানা গেছে, উপজেলার বাগধা ইউনিয়নের পূর্ব খাজুরিয়া গ্রামে দারুল ফালাহ নিম্ন মাধ্যমিক বিদ্যালয়ের পাশে স্থাপন করা মুরগীর ফার্মের মালিক নিপু তালুকদারকে এক মাসের মধ্যে অন্যত্র ফার্ম সরিয়ে নেয়ার নির্দেশ প্রদান করেছেন।

বাগধা ইউনিয়নের সাবেক চেয়ারম্যান ষহিদুল্লাহ তালুকদারের ছেলে নিপু ও অপু তারূকদারের ওই মুরগীর ফার্মের বর্জ্যরে কারণে বিদ্যালয়ের আশপাশসহ গোটা এলাকায় দুগর্ন্ধে শিক্ষার্থীদের লেখাপড়া বিঘ্নিত হয়ে আসছিলো। দুর্গন্ধযুক্ত সাধারণ লোকজনও ছিল চরম অতিষ্ঠ। দুর্গন্ধময় এলাকা থেকে নিস্কৃতি পেতে ওই বিদ্যালয়ের শিক্ষার্থীরা প্রশাসনের কাছে কয়েক দফায় লিখিত অভিযোগ করেও কোন সুফল না পাওয়ায় শিক্ষার্থীদের মানববন্ধন পর্যন্ত করতে হয়েছিল। যা বিভিন্ন সংবাদ মাধ্যমে সংবাদ প্রকাশের পরে রাষ্ট্রিয় একটি গোয়েন্দা সংস্থা বিষয়টি তদন্ত করে। গোয়েন্দা সংস্থা তদন্ত করে স্থানীয় প্রশাসনকে আইনগত ব্যবস্থা নেয়ার অনুরোধ করেন। গোয়েন্দা সংস্থার তদন্ত রিপোর্টের পরে বুধবার দুপুরে ভ্রাম্যমান আদালতের বিচারক ও উপজেলা নির্বাহী অফিসার চৌধুরী রওশন ইসলাম খাজুরিয়া দারুল ফালাহ নিম্ম মাধ্যমিক বিদ্যালয়ের পাশে অবস্থিত মুরগীর ফার্মের ঘটনাস্থল পরিদর্শন করেন।

পরিদর্শনের সময় আদালতের বিচারক এক মাসের মধ্যে দুর্গন্ধযুক্ত পোল্ট্রি মুরগীর ফার্ম অন্যত্র সরিয়ে নেয়ার নির্দেশ প্রদান করেন, অন্যথায় মালিক নিপু তালুকদারের বিরুদ্ধে শাস্তিমুলক ব্যবস্থা নেয়া হবে বলে তাকে জানিয়ে দেন। আদা তের অভিয়ানের সময় স্থানীয় ইউপি সদস্য মো.ইউনুস আলী মিয়া, ওই বিদ্যালয়ে ম্যানেজিং কমিটির সভাপতি মো.শওকত হোসেন, প্রধান শিক্ষক নয়ন তালুকদার, শিক্ষক এমদাদ হোসেনসহ স্থানীয় লোকজন উস্থিত ছিলেন।

(টিবি/এসপি/জানুয়ারি ২৯, ২০২০)

পাঠকের মতামত:

২৬ এপ্রিল ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test