E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

মহিলাদের ক্ষমতায়নে সুবর্ণচরে তথ্য আপার উঠান বৈঠক

২০২০ জানুয়ারি ২৯ ১৮:৩২:৫২
মহিলাদের ক্ষমতায়নে সুবর্ণচরে তথ্য আপার উঠান বৈঠক

নোয়াখালী প্রতিনিধি : তথ্যকেন্দ্রে এসে ইন্টারনেটের মাধ্যমে যোগাযোগ, বিভিন্ন বিশেষজ্ঞের মতামত গ্রহণ, প্রাথমিক স্বাস্থ্যসেবা, উপজেলার সরকারি সেবাসমূহের সহজলভ্যতা নিশ্চিতকরণ, ভিডিও কনফারেন্স, ই-লার্নিং, ই-কমার্স, বাড়িতে বাড়িতে গিয়ে শিক্ষা, স্বাস্থ্য, আইন, ব্যবসা, জেন্ডার ও কৃষি বিষয়ক বিভিন্ন বিষয় নিয়ে কাজ করছে উপজেলা তথ্যসেবা কেন্দডিজিটাল বাংলাদেশ গড়ার লক্ষে মহিলাদের ক্ষমতায়নে সুবর্ণচরে তথ্য আপার উঠান বৈঠক অনুষ্ঠিত হয়েছে।

বুধবার (২৯ জানুয়ারি) বিকেল ৩ টায় সুবর্ণচর উপজেলার ৪ নং চর ওয়াপদা ইউনিয়নের সুলতান নগরে হাজি নুরুল হক কেরানি বাড়িতে উক্ত অনুষ্ঠানের আয়োজন করে সুবর্ণচর উপজেলা তথ্য অফিস।

সুবর্ণচর উপজেলা তথ্যসেবা কর্মকর্তা সেলিনা পারভিনের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন, সুবর্ণচর উপজেলা নির্বাহী অফিসার এএসএম ইবনুল হাসান ইভেন।

বিশেষ অতিথি ছিলেন, সুবর্ণচর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল অফিসার ডাক্তার রাইয়ানা আক্তার, ডাক্তার সাব্বির আহম্মেদ চৌধুরী। অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন, তথ্যসেবা সহকারি খালেদা আক্তার, উম্মে সালমা মুন, সাংবাদিক আব্দুল বারী বাবলু, মোঃ ইমাম উদ্দিন সুমন, মোজাহিদুল ইসলাম সোহেল প্রমূখ।

উপজেলা নির্বাহী অফিসার বলেন, “নারীদের ক্ষমতায়ন ছাড়া দেশের সার্বিক উন্নয়ন সম্ভব নয়। তাই বর্তমান সরকার বিশেষ করে নারীদের ক্ষমতায়নের জন্য বিভিন্ন প্রকল্প বাস্তবায়ন করে আসছে। তথ্য আপা প্রকল্প নারীদের তথ্য ও যোগাযোগ প্রযুক্তির সেবা প্রদানের মাধ্যমে তাদের ক্ষমতায়নকে আরো ত্বরান্বিত করবে।

দেশের অর্ধেক জনগোষ্ঠী নারী। প্রত্যন্ত গ্রামের মহিলারা তথ্য ও যোগাযোগ প্রযুক্তি, ডিজিটাল সেবা, সমাজের বিভিন্ন অসঙ্গতিমূলক কর্মকন্ডসহ অনেক বিষয়ে তারা সচেতন নয়। তাই ডিজিটাল সেবা নিয়ে অর্থনৈতিক কর্মকান্ডে নারীর অংশগ্রহণ ও ক্ষমতায়নে দেশের সার্বিক উন্নয়ন সাধিত হবে”।

(এস/এসপি/জানুয়ারি ২৯, ২০২০)

পাঠকের মতামত:

১৬ এপ্রিল ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test