E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

বানিয়াচংয়ে ৬ ব্যবসা প্রতিষ্ঠানকে জরিমানা

২০১৪ আগস্ট ০৭ ১৫:৩৫:৩৯
বানিয়াচংয়ে ৬ ব্যবসা প্রতিষ্ঠানকে জরিমানা

হবিগঞ্জ প্রতিনিধি : হবিগঞ্জের বানিয়াচং উপজেলা সদরের বিভিন্ন বাজারে অভিযান চালিয়ে ৬টি ব্যবসা প্রতিষ্ঠানকে ৪৯ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। বৃহস্পতিবার দুপুরে এই ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন নির্বাহী ম্যাজিস্ট্রেট এ এইচ এম আরিফুল ইসলাম।

ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা যায়, ভোক্তা অধিকার সংরক্ষণ আইন ২০০৯ এর অধীনে অভিযানকালে বানিয়াচংয়ের নতুন বাজার এলাকার সালমা বেকারী ও মেঘনা বেকারীকে ২০ হাজার টাকা করে জরিমানা করা হয়। তারা নোংরা পরিবেশে ও মেয়াদোত্তীর্ণ খাবার বিক্রি করছিল। তাদের কোন লাইসেন্সও নেই।
অপরদিকে লাইসেন্স ছাড়া স্পিরিট বিক্রি করায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন ১৯৯০ এর অধীনে অভিযান চালিয়ে উপজেলার ৪টি দোকানকে ৯ হাজার টাকা জরিমানা করা হয়। তন্মধ্যে ওয়ারিশ স্টোরকে ৫ হাজার এবং ফারহানা স্টোরকে ২ হাজার টাকা জরিমানা করা হয়। অন্য দু’টি ছোট দোকানকে ১ হাজার টাাক করে জরিমানা করা হয়।
ভ্রাম্যমাণ আদালতে উপস্থিত ছিলেন মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের ইন্সপেক্টর নজিব আলী ও এসআই কামরুলের নেতৃত্বে একদল পুলিশ।
(পিডিএস/এএস/আগস্ট ০৭, ২০১৪)

পাঠকের মতামত:

২৫ এপ্রিল ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test