E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

গোবিন্দগঞ্জে চায়না সেভেন ইঞ্জিনিয়ারিং কর্পোরেশন লিঃ এর ২য় দিনের মত কর্মবিরতি

২০২০ জানুয়ারি ৩১ ১৭:২৬:০৪
গোবিন্দগঞ্জে চায়না সেভেন ইঞ্জিনিয়ারিং কর্পোরেশন লিঃ এর ২য় দিনের মত কর্মবিরতি

গাইবান্ধা প্রতিনিধি : গাইবান্ধার গোবিন্দগঞ্জে ঢাকা রংপুর মহাসড়কের ফোরলেন(সড়ক সম্প্রসারন) সড়ক ও জনপথ বিভাগের প্রজেক্ট সাসেক ২-(ডাব্লু,পি -১০) এরিয়ার ঠিকাদারী প্রতিষ্ঠান ক্যাম্প চায়না সেভেন ইঞ্জিনিয়ারিং কর্পোরেশন লিঃ এর কর্মরত শ্রমিকরা ৮-দফা দাবিতে আজ শুক্রবার ২য় দিনের মত কর্ম বিরতি ও ধর্মঘট করছে। 

শ্রমিকদের দাবী, কর্ম সময় আট ঘন্টা, সাপ্তাহিক ছুটি, শ্রমিক নির্যাতন বন্ধ,ন্যায্য বেতন, অনিময় বন্ধসহ ৮ দফা দাবীতে তারা তাদের কাজ বন্ধ রেখে গোবিন্দগঞ্জ উপজেলার কাটাখালি বালুয়া হাট এ চায়না ক্যাম্পের প্রধান গেটে অবস্থান নিয়ে ২য় দিনের মত ভোর ৭টা থেকে এ ধর্মঘট পালন করছে।

আজ দুপুরে গোবিন্দগঞ্জ থানার অফিসার্স ইনচার্জ এ,কে,এম মেহেদী হাসান ঘটনাস্থল পরিদর্শন করে জানান, শ্রমিকদের এসব সমস্যা সমাধানে আজ সন্ধায় ঢাকা থেকে প্রধান প্রজেক্ট ডাইরেক্টর আসবেন, এবং উপজেলা চেয়ারম্যান, স্থানীয় ২ চেয়ারম্যানসহ শ্রমিকদের নিয়ে আলোচনায় বসা হবে।

এ ধর্মঘটে আন্দোলনরত শ্রমিকরা জানান, তাদের নায্য অধিকার ৮দফা দাবী আদায় না হওয়া পর্যন্ত এ আন্দোলন চলবে বলে জানান।

(এস/এসপি/জানুয়ারি ৩১, ২০২০)

পাঠকের মতামত:

২৯ এপ্রিল ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test