E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

হবিগঞ্জে নারী শিশু নির্যাতন ও পাচার রোধে মানবন্ধন ও র‌্যালি

২০১৪ আগস্ট ০৭ ১৫:৩৭:৪১
হবিগঞ্জে নারী শিশু নির্যাতন ও পাচার রোধে মানবন্ধন ও র‌্যালি

হবিগঞ্জ প্রতিনিধি : ‘নারী-শিশু পাচার নির্যাতন করে যারা, সমাজের শত্রু তারা’ শ্লোগান নিয়ে হবিগঞ্জে নারী শিশু নির্যাতন ও পাচার রোধে মানব বন্ধন ও র‌্যালির আয়োজন করা হয়। বৃহস্পতিবার সকালে জেলা প্রশাসকের কার্যালয়ের সামনের সড়কে খান ফাউন্ডেশনের সহায়তায় এ কর্মসূচির আয়োজন করে এসডিএম ফাউন্ডেশন।

জাহানারা আফছরের সভাপতিত্বে মানববন্ধন কর্মসূচিতে বক্তৃতা করেন এডিএম সুলতান আলম, নির্বাহী ম্যাজিস্ট্রেট হেলেনা পারভীন, মহিলা বিষয়ক কর্মকর্তা খাদিজা খাতুন, বিশিষ্ট সাংবাদিক এডভোকেট মনসুর উদ্দিন আহমেদ ইকবাল, সুইডিশ নাগরিক হ্যাকান হেইডেন, ড. নওশিন খান, মোস্তাফিজুর রহমান, নুর তাছলিমা জাহান, শাহিনা আক্তার, রোকেয়া আক্তার, আবু নাছের ও এসডিএম ফাউন্ডেশনের সভাপতি সুব্রত বৈষ্ণব।
মানব বন্ধন কর্মসূচিতে সরকারি কর্মকর্তা, এনজিও প্রতিনিধি, নারীনেত্রী ও বিভিন্ন স্তরের কয়েক শতাধিক নারী প্রতিনিধি অংশ নেন।
বক্তারা বলেন, দেশের অর্থনৈতিক উন্নয়নে নারীরা গুরুত্বপুর্ণ ভূমিকা রাখলে সবক্ষেত্রেই তারা অবহেলিত। সমাজে নারী নির্যাতনের মাত্রা ক্রমশ বাড়ছে। এ ব্যাপারে তারা রাষ্ট্রীয় উদ্যোগ গ্রহণের দাবি জানান।
এর আগে একটি বর্ণাঢ্য র‌্যালি শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে।
(পিডিএস/এএস/আগস্ট ০৭, ২০১৪)

পাঠকের মতামত:

২৬ এপ্রিল ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test