E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

বরিশাল নগরীর ১৩টি পয়েন্টে বসেছে ২৯টি সিসি ক্যামেরা

২০২০ জানুয়ারি ৩১ ১৭:৪৯:৩৯
বরিশাল নগরীর ১৩টি পয়েন্টে বসেছে ২৯টি সিসি ক্যামেরা

আঞ্চলিক প্রতিনিধি, বরিশাল : অপরাধ নিয়ন্ত্রণ ও নিরাপত্তার জন্য আর সেবার মান বাড়তে বরিশাল নগরীর গুরুত্বপূর্ণ ১৩টি পয়েন্টে বসানো হয়েছে সিসি ক্যামেরা। ইতোমধ্যে নগরীর প্রবেশদ্বার, বিভিন্ন জনগুরুত্বপূর্ণ স্থানসহ ১৩টি পয়েন্টে ২৯টি সিসি ক্যামেরা স্থাপন করেছে বরিশাল মেট্রোপলিটন পুলিশ (বিএমপি)।

বিএমপির কমিশনার কার্যালয় সূত্রে জানা গেছে, এতোদিন মোবাইল ফোন, টেলিফোন বা ওয়ার্লেসের মাধ্যমে বরিশাল মেট্রোপলিটন পুলিশের কন্ট্রোলরুম পরিচালনা করা হচ্ছিলো।

কন্ট্রোলরুমে প্রযুক্তিগত উন্নয়নের লক্ষ্যে সম্প্রতি সময়ে কাজ শুরু করেছে মেট্রোপলিটন পুলিশ। তারই অংশহিসেবে নগরীর আদালতপাড়া, নথুল্লাবাদ ও রূপাতলী বাস টার্মিনাল, কাকলির মোড়, জেলখানার মোড়সহ গুরুত্বপূর্ণ ১৩টি পয়েন্টে সিসি ক্যামেরা বসানো হয়েছে।

এসব ক্যামেরা নগরীর আমতলার মোড়স্থল অস্থায়ী মেট্রোপলিটন পুলিশ কমিশনার কার্যালয়ে কন্ট্রোল রুমের মাধ্যমে নিয়ন্ত্রণ করা হবে। যেকারণে ইতোমধ্যে কন্ট্রোল রুমে আলাদা আলাদা টিভি মনিটরও বসানো হয়েছে।

বিএমপি কমিশনার মোঃ শাহাবুদ্দিন খান জানান, নগরবাসীর নিরাপত্তা, অপরাধ রোধের পাশাপাশি নিয়ন্ত্রণ ও নাগরিক সেবার মান আরও বাড়াতে এসব সিসি ক্যামেরা বসানো হয়েছে। পর্যায়ক্রমে পুরো নগরীকে সিসি ক্যামেরার আওতায় আনা হবে।

(টিবি/এসপি/জানুয়ারি ৩১, ২০২০)

পাঠকের মতামত:

২১ মে ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test