E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

গাইবান্ধায় ৩৪ হাজার ২২৩ পরীক্ষার্থীর এসএসসি পরীক্ষায় অংশগ্রহণ

২০২০ ফেব্রুয়ারি ০৩ ১৬:১৯:৫৩
গাইবান্ধায় ৩৪ হাজার ২২৩ পরীক্ষার্থীর এসএসসি পরীক্ষায় অংশগ্রহণ

গাইবান্ধা প্রতিনিধি : আজ সোমবার (৩ ফেব্রুয়ারি) থেকে শুরু হয়েছে এস.এস.সি ও সমমানের পরীক্ষা। এ বছর গাইবান্ধায় এসএসসি, দাখিল ও এসএসসি কারিগরি পরীক্ষায় অংশ নিয়েছে ৩৪ হাজার ২২৩ জন শিক্ষার্থী।

জেলা শিক্ষা অফিসার এনায়েত হোসেন জানান, জেলার মোট ৭২টি কেন্দ্রে পরীক্ষা অনুষ্ঠিত হচ্ছে। এরমধ্যে ৪০টি কেন্দ্রে এস.এস.সি, ১১টি কেন্দ্রে দাখিল, ১৭টি কেন্দ্রে এস.এস.সি ভোকেশনাল এবং ৪টি কেন্দ্রে দাখিল ভোকেশনালের শিক্ষার্থীরা পরীক্ষা দেবে। এ বছর গাইবান্ধায় এস.এস.সিতে অংশ নিচ্ছে ২৬ হাজার ১৫১ জন শিক্ষার্থী।

অপরদিকে দাখিলে ৫ হাজার ২১৫ জন, এসএসসি ভোকেশনালে ২ হাজার ৭৮৯ জন এবং দাখিল ভোকেশনালে ৬৮জন শিক্ষার্থী পরীক্ষায় অংশগ্রহন করছে। সুষ্ঠু ও নকলমুক্ত পরিবেশে পরীক্ষা গ্রহণের লক্ষে প্রতিটি কেন্দ্র সচিবকে নির্দেশনা দেওয়া হয়েছে।

এছাড়া নয়টি সাধারণ শিক্ষাবোর্ড এবং মাদ্রাসা ও কারিগরি বোর্ডের আওতায় এসএসসি ও সমমানের
ঢাকা সিটি করপোরেশন নির্বাচনের কারণে পূর্বনির্ধারিত ১ ফেব্রুয়ারির পরিবর্তে ৩ ফেব্রুয়ারি থেকে পরীক্ষা শুরু হয়েছে।

(এস/এসপি/ফেব্রুয়ারি ০৩, ২০২০)

পাঠকের মতামত:

২৯ এপ্রিল ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test