E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

পাথরঘাটায় স্কুলছাত্রীকে অপহরণের অভিযোগ আটক ১

২০২০ ফেব্রুয়ারি ০৪ ১৭:৩২:১৫
পাথরঘাটায় স্কুলছাত্রীকে অপহরণের অভিযোগ আটক ১

পাথরঘাটা (বরগুনা) প্রতিনিধি : বরগুনার পাথরঘাটা পৌরএলাকার আনোয়ার হোসেন মাঃ বিদ্যালয়ের চলোমান এসএসসি পরিক্ষার্থী এক ছাত্রীকে অপহরণের  অভিযোগ উঠেছে ইমরান নামের এক বিবাহিত যুবকের বিরুদ্ধে।

রবিবার (২ ফেব্রুয়ারি) এঘটনায় পাথরঘাটা থানায় মামলা হয়েছে বলে জানাগেছে। ঘটনায় জড়িত সন্দেহে আসামী ইমরানের ভগ্নিপতি আলমগীরকে পুলিশ আটক করে আদালতে সোপর্দ করলে আদালত তাকে জেলহাজতে প্রেরণ করে বলে জানা গেছে।

মামলা ও স্কুলছাত্রীর পারিবারিক সূত্রে জানা গেছে, পৌরশহরের কেজিস্কুল রোডের ইমরান টেলিকমের মালিক কালমেঘা ইউনিয়নের মাছেরখাল কালিবাড়ি গ্রামের হারুন মাঝীর ছেলে ইমরান পৌরএলাকার ৪নং ওয়ার্ডের অবঃপ্রাপ্ত সার্জেন্ট আঃবারেক মিয়ার স্কুলপড়ুয়া(চলেমান এসএসসি পরিক্ষার্থী) কে নিয়ে পালিয়ে গেছে।

মামলায় ইমরান সহ ৫জনকে আসামী করা হয়েছে। নারী ও শিশু নির্যাতন দমন আইনে দায়ের করা ওই মামলায় বলা হয় স্কুলছাত্রীকে ফুসলিয়ে কৌশলে অপহরন করা হয়েছে। এছাড়াও অভিযুক্ত আসামী ইমরান আগেও বিবাহিতা এক নারীর সাথে অনৈতিক পরকিয়া সম্পর্ক করে তাকে বিয়ে করে এবং ওই সংসারে একটি কন্যা সন্তান রয়েছে।বাদী অবঃসার্জেন্ট আঃবারেক মামলায় উল্লেখ করেন, তার মেয়ে ইমরানের দোকানের সামনে থেকে আসাযাওয়া করার সময় তাকে উত্যাক্ত করা হতো। আগেও একবার আসামী ইমরান ও তার সহযোগিরা তার মেয়েকে বিয়ের প্রলোভন দেখিয়ে ফুসলিয়ে নিয়ে যায়। তখন থানায় জিডি করেন তিনি।ইমরানের আত্মীয় স্বজনের মাধ্যমে চাপ প্রয়োগ করলে পাশের একটি বাসায় মেয়েকে রাখে পালিয়ে যায় ইমরান।গত ২৫ জানুয়ারি বাসাথেকে কেনাকাটার জন্য বের হলে সহযোগী আসামীদের সঙ্গেনিয়ে ১টি মোটরসাইকেলযোগে অপহরন করা হয় তার মেয়েকে।

ঘটনায় জড়িত থাকার অভিযোগে ইমরানের ভগ্নপতি আলমগীরকে আটক করা হয় বলে নিশ্চিত করেন পাথরঘাটা থানার ওসি মো. শাহাবুদ্দিন।

তিনি জানান, এ ঘটনায় এখন পর্যন্ত ১জন আসামী আটক হয়েছে।বাকিদের গ্রেফতার এবং অপহৃত স্কুলছাত্রীকে উদ্ধারের চেষ্টা চলছে।

(এটি/এসপি/ফেব্রুয়ারি ০৪, ২০২০)

পাঠকের মতামত:

০৩ মে ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test