E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

শ্লীলতাহানির অভিযোগ

নালিতাবাড়ীতে চালক ও হেলপারসহ বাস আটক

২০১৪ আগস্ট ০৭ ১৭:১৪:৫০
নালিতাবাড়ীতে চালক ও হেলপারসহ বাস আটক

শেরপুর প্রতিনিধি : শেরপুরের নালিতাবাড়ীর গার্মেন্টকর্মী এক গৃহবধুকে ঢাকার মহাখালী বাস স্টেশনে নিয়ে বাসে আটকে ধর্ষণের অভিযোগ ওঠেছে। এ ঘটনায় নালিতাবাড়ী উপজেলার বারমারী বাজারে চালক ও হেলপারসহ বাসটি আটক করেছে বিক্ষুব্ধ জনতা। ৭ আগস্ট বৃহস্পতিবার পরিবহন শ্রমিক নেতারা জনতার হাতে আটক চালক-হেলপারকে ছাড়িয়ে নিতে চেষ্টা করলেও মুল অভিযুক্তকে হাজির করা এবং ঘটনার বিচার না হওয়া পর্যন্ত স্থানীয় জনতা আটককৃতদের নিজেদের হেফাজতে রেখে দিয়েছে।

স্থানীয় সূত্রে জানা গেছে, নাতিাবাড়ীর সীমান্তবর্তী বুরুঙ্গা গ্রামের এক সন্তানের জননী গৃহবধু ঢাকায় গার্মেন্টসে কাজ করেন। নালিতাবাড়ী থেকে ঢাকায় নাইটে চলাচলকারী লিজা-অনিক পরিবহন কোচে মঙ্গলবার রাতে ঢাকায় পৌঁছানোর জন্য ওই গৃহবধুর স্বামী তাকে তুলে দেন। এসময় স্ত্রীকে নিরাপদ হেফাজতে ঢাকায় পৌছানোর কথা বলে গাড়িচালক রফিকুল ইসলামকে গৃহবধুর স্বামী অনুরোধও করেন। কিন্তু বুধবার ভোরে গাড়িটি ঢাকার মহাখালি পৌঁছানোর পর যাত্রীরা সবাই নেমে গেলেও ওই তরুণীকে নিরাপত্তার কথা বলে নামতে দেয়নি চালক রফিকুল। একপর্যায়ে গাড়িতে থাকা স্টাফদের কৌশলে গাড়ি থেকে নামিয়ে প্রথমে ওই গৃহবধুর কাছ থেকে মোবাইল ফোন ছিনিয়ে নেয় এবং জোরপূর্বক তার শ্লীলতাহানি করে। পরে ওই গৃহবধু গার্মেন্ট কর্মী গন্তব্যে পৌঁছে মোবাইল ফোনে বিষয়টি স্বামীকে জানায়। ৬ আগস্ট বুধবার রাতে পূণরায় গাড়িটি যাত্রী আনতে বারমারী বাজারে গেলে স্থানীয় লোকজনের সহায়তায় শ্লিলতাহানির শিকার গৃহবধুর স্বামী স্থানীয় লোকজন নিয়ে বাসের চালক ও হেলপারসহ গাড়িটিকে আটক করে রাখে।

এদিকে, অভিযুক্ত চালক রফিকুল বুধবার রাতে গাড়িতে না গিয়ে অন্য চালককে পাঠানোয় তাকে না পাওয়া পর্যন্ত বৃহস্পতিবার এ রিপোর্ট লেখা পর্যন্ত (বিকেল সাড়ে ৪টা) তাদের আটক করে রাখা হয়। তবে এ ঘটনায় থানায় কোন মামলা হয়নি।
এ বিষয়ে নালিতাবাড়ী থানার ওসি একেএম আমিনুল হক জানান, এমন কোন ঘটনা আমার জানা নেই। ঘটে থাকলেও এ মামলা ঢাকায় করতে হবে বলেও জানান তিনি।
(এইচবি/এএস/আগস্ট ০৭, ২০১৪)

পাঠকের মতামত:

১৪ মে ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test