E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

শেরপুর সদর উপজেলা নির্বাচন

প্রার্থী নির্বাচনে সিদ্ধান্তহীনতায় বিএনপি

২০১৪ আগস্ট ০৭ ১৭:১৭:০৮
প্রার্থী নির্বাচনে সিদ্ধান্তহীনতায় বিএনপি

শেরপুর প্রতিনিধি : শেরপুর সদর উপজেলা নির্বাচনে একক প্রার্থী মনোনয়ন নিয়ে বিএনপিতে অস্থিরতা চলছে। স্থানীয়ভাবে দলীয় নেতাকর্মীদের মধ্যে সমঝোতা না হওয়ায় দফায় দফায় বৈঠক করেও প্রার্থী মনোনয়নে কোন সিদ্ধান্তে পৌছাতে পারিনি সদর উপজেলা ও জেলা বিএনপি। আর এ সিদ্ধন্তহীনতার কারণে নেতাকর্মীদের মধ্যে ক্ষোভ বাড়ছে। ফলে বিএনপি’র ৪ প্রার্থীই মনোনয়নপত্র জমা দিয়েছেন।

দলীয় সূত্রগুলো জানিয়েছে, স্থানীয় নেতারা কোন সিদ্ধান্ত দিতে না পারার কারনে প্রার্থী বাছাই করার জন্য সম্ভব্য তালিকা পাঠানো হয়েছে ঢাকায় কেন্দ্রীয় নেতাদের কাছে। দলীয় সমর্থন পেতে প্রার্থীরাও নিজেদের কর্মী-সমর্থক নিয়ে ঢাকায় কেন্দ্রীয় নেতাদের কাছে লবিং শুরু করেছেন। আগামী ৩১ আগষ্ট শেরপুর সদর উপজেলা পরিষদ নির্বাচনে ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে।
বিএনপির তৃণমুল নেতাকর্মীরা জানিয়েছেন, দলীয় গ্রুপিং, বিশেষ কারনে কোন কোন প্রার্থীর প্রতি কোন কোন নেতার দূর্বলতা, নানা কারনে এখনও একক প্রার্থী বাছাই করতে পারেনি বিএনপি। চারজন প্রার্থী মনোনয়নপত্র জমা দিলেও কেউ এখনও প্রকাশ্যে দলীয় প্রার্থী হিসেবে ভোটারদের কাছে পৌঁছতে পারছেন না। সময় যতই যাচ্ছে এক প্রার্থীর প্রতি আরেক প্রার্থী বা সমর্থকদের মধ্যে তিক্ততার সম্পর্ক আরো জোড়ালো হচ্ছে। বলায়ের চর ইউনিয়ন বিএনপির সাধারন সম্পাদক লতিফুজ্জামান ভুলু জানিয়েছে, দলীয় মনোনয়ন এখনও ঠিক না হওয়ায় কর্মীরা হতাশ। শহর বিএনপির যুগ্ম আহবায়ক রিপন ক্ষোভ নিয়ে বলেন, নেতাদের কর্মকান্ডে অনেকেই দিশেহারা। জেলা বিএনপি’র আরেক নেতা ও উপজেলা বিএনপির যুগ্ম-আহবায়ক শহিদুল ইসলাম ভিপি জানিয়েছেন, জেলার একেক নেতা ব্যক্তি স্বার্থে একেক জনের পক্ষ নেওয়ায় মূলত: এ জটিলতার সৃষ্টি হয়েছে। তিনি নেতাকর্মীদের চাঙ্গা করতে অনতিবিলম্বে একক প্রার্থীর নাম কেন্দ্র থেকে ঘোষনার দাবী জানান।
এ ব্যাপারে জেলা বিএনপির যুগ্ম-আহবায়ক আব্দুর রাজ্জাক আশীষ বলেছেন, যারা প্রার্থী, কয়েকদিন আগেও তাদের নির্বাচনের ব্যপারে আগ্রহই ছিল না। এখন সবাই তৎপর ও আপোষহীন। ফলে সমস্যা হচ্ছে। তবে ২/১ দিনের মধ্যেই আধার কেটে যাবে।
জেলা বিএনপির আহবায়ক ও সাবেক এমপি মাহমুদুল হক রুবেল বলেন, আওয়ামীলীগের মত যাতে বিদ্রোহী প্রার্থী না থাকে তার জন্য একটু সময় নিয়ে কেন্দ্র থেকে প্রার্থী ঘোষনা করা হবে। দলীয় নেতাকর্মীদের আশ্বস্ত করে তিনি আরও বলেন, সদরে যেহেতু বিএনপির কোন জনপ্রতিনিধি নেই, সুতরাং পাশ করবে এমন প্রার্থীই অনতিবিলম্বে ঘোষনা করা হবে। সেজন্য সবাইকে ধৈর্য ও এক থাকার জন্য তিনি সবার প্রতি আহ্বান জানিয়েছেন।
(এইচবি/এএস/আগস্ট ০৭, ২০১৪)

পাঠকের মতামত:

১৪ মে ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test