E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

খাবার পানি ভেবে হাসপাতালে চিকিৎসাধীন রোগীকে এসিড সেবন!

২০২০ ফেব্রুয়ারি ০৮ ১৭:৫৫:৩৬
খাবার পানি ভেবে হাসপাতালে চিকিৎসাধীন রোগীকে এসিড সেবন!

আঞ্চলিক প্রতিনিধি, বরিশাল : হাসপাতালে চিকিৎসাধীন এক রোগীকে পানি ভেবে দাহ্য (এসিড) পদার্থ সেবন করানোর অভিযোগ উঠেছে দায়িত্বরতদের বিরুদ্ধে। পরে ওই রোগীকে উন্নত চিকিৎসার জন্য শুক্রবার দিবাগত রাতে বরিশাল শেবাচিম হাসপাতালে ভর্তি করা হয়েছে। শনিবার দুপুরে শেবাচিমের চিকিৎসকরা বলেছেন রোগী শঙ্কা মুক্ত, তবে ক্ষতিগ্রস্থ মুখের ভেতরের অংশ ঠিক হতে কিছুটা সময় লাগবে।

শেবাচিম হাসপাতালে মহিলা মেডিসিন ওয়ার্ডে চিকিৎসাধীন নিপা হালদার (২২) পটুয়াখালী জেলার কলাপাড়া পৌরসভার বাদুরতলী এলাকার বাসিন্দা নির্মান শ্রমিক পুলক হালদারের স্ত্রী।

নিপার স্বামী পুলক হালদার সাংবাদিকদের জানান, নিপা গর্ভবতী ছিলেন, তবে তার শারিরীক সমস্যার কারণে এমআর করাতে শুক্রবার সকালে কলাপাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করানো হয়। এমআর করনোর পরে সেবিকা সালমা বেগম নিপাকে ওষুধ খাওয়াতে বলেন।

এসময় পানির কথা বললে একজন আয়া একটি পানির বোতল এগিয়ে দেন। কিন্তু ওই মাম পানির বোতলে এসিড জাতীয় দ্রব্য রাখা ছিলো যা নিপার মুখের মধ্যে দেয়ার সাথে সাথে জ্বালাপোড়া শুরু হয়ে যায় এবং সে তা মুখ থেকে ফেলে দেয়।

এসময় নিপার চিৎকারে চিকিৎসকরা এগিয়ে এসে চিকিৎসা শুরু করেন। পরে উন্নত চিকিৎসার জন্য রাতে বরিশাল শেবাচিম হাসপাতালে প্রেরণ করা হয়। এদিকে পুলকের সহকর্মী আহসান হাবিব জানান, নিপা যখন তরল দাহ্য পদার্থ মুখ থেকে বাহিরে ফেলে তখন সেই পানি সেবিকা সালমার মুখেও গিয়ে পরে। এতে সেও আহত হয়। তবে তার অবস্থা নিপার মত খারাপ নয়।

নিপার শাশুড়ী কানন হালদার জানান, এই এসিড হাসপাতালের কাজেই প্রয়োজন হয় বলে তাদের জানিয়েছেন সেবিকা সালমা।

শেবাচিম হাসপাতালের জরুরী বিভাগের চিকিৎসক মোহাম্মদ আশরাফুল ইসলাম জানান, নিপাকে ফিমেল মেডিসিন ওয়ার্ডে ভর্তি করা হয়েছে। সে আশঙ্কামুক্ত তবে পুরোপুরি সুস্থ্য হতে সময় লাগবে।

(টিবি/এসপি/ফেব্রুয়ারি ০৮, ২০২০)

পাঠকের মতামত:

২০ মে ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test