E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

সান্তাহারে আশার শিক্ষা সেবিকা সম্মেলন ও কর্মশালা 

২০২০ ফেব্রুয়ারি ০৯ ১৭:০৯:২৯
সান্তাহারে আশার শিক্ষা সেবিকা সম্মেলন ও কর্মশালা 

আদমদীঘি (বগুড়া) প্রতিনিধি : বগুড়ার আদমদীঘির সান্তাহারে বে-সরকারি সংগঠন আশার প্রাথমিক শিক্ষা শক্তিশালী করণ কর্মসূচির আওতায় শিক্ষা সেবিকা সম্মেলন ও কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। 

রবিবার সকাল সাড়ে ৯টায় সান্তাহার পালকি কনভেনশন সেন্টারে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। আশা কেন্দ্রীয় কার্যালয়ের এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট শাঁওলী ঝর্ণার সভাপতিত্বে কর্মশালায় প্রধান অতিথির বক্তব্য রাখেন নওগাঁ অতিরিক্ত জেলা প্রশাসক ওয়াসিমুল বারী।

বিশেষ অতিথির বক্তব্য রাখেন আশার কেন্দ্রীয় কার্যালয়ের জয়েন্ট ডেপুটি ডিরেক্টর আলী আজগর ভূঁইয়া, নওগাঁ সদর উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার ওয়াসিউর রহমান, আশার বগুড়া ডিভিশন ম্যানেজার মিজানুর রহমান, সিনিয়র শিক্ষা অফিসার আজাদুল হক, রিজিওনাল ম্যানেজার (এগ্রী) সাইফুদ্দিন প্রমুখ।

উল্লেখ্য, সুবিধাবঞ্চিত শিশুদের ঝরে পড়া রোধে ও পাঠদান সহায়তায় ‘প্রাথমিক শিক্ষা শক্তিশালী করণ কর্মসূচির আওতায়’ নওগাঁ জেলায় আশার ৪৬টি ব্র্যাঞ্চের ৬৯৫টি শিক্ষা কেন্দ্রের প্রতিটিতে শিক্ষা সেবিকাদের মাধ্যমে ২১হাজার ৩শ ৯০জন শিক্ষার্থীরা এই সুবিধা পাচ্ছেন।

(এস/এসপি/ফেব্রুয়ারি ০৯, ২০২০)

পাঠকের মতামত:

২৬ এপ্রিল ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test