E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

আদমদীঘিতে সংবাদ সংগ্রহের সময় সাংবাদিকদের উপর হামলা

২০২০ ফেব্রুয়ারি ০৯ ১৮:২৪:১২
আদমদীঘিতে সংবাদ সংগ্রহের সময় সাংবাদিকদের উপর হামলা

আদমদীঘি (বগুড়া) প্রতিনিধি : সংবাদ সংগ্রহের সময় দৈনিক ইত্তেফাক ও আনন্দ টিভির বগুড়ার আদমদীঘি উপজেলা প্রতিনিধিসহ তিন সাংবাদিকের উপর অর্তকিত হামলা চালিয়ে ৬৫ হাজার টাকা মূল্যের একটি ভিডিও ক্যামেরা ভাংচুরের করেছে উপজেলার ছাতিয়ানগ্রামের প্রভাবশালী আবুল হাসনাত অটুলসহ ৩/৪  সন্ত্রাসীরা। এ ব্যাপারে থানায় লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে।

অভিযোগে জানাযায়, আদমদীঘির ছাতিয়ানগ্রাম রেলস্টেশনের পাশে রেলওয়ে ভুমিতে অবৈধ ভাবে ড্রেজার মেশিন দ্বারা পুকুর খনন করছে।

এমন সংবাদের ভিত্তিতে রবিবার বেলা ১২ টায় ছাতিয়ানগ্রামের রেলওয়ে স্টেশনের পাশে পুকুর খননের সংবাদ সংগ্রহ করতে যায় দৈনিক ইত্তেফাক ও আনন্দ টিভির উপজেলা প্রতিনিধি আনোয়ার হোসাইন, দৈনিক চাঁদনী বাজার পত্রিকার উপজেলা প্রতিনিধি মিহির কুমার সরকার ও দৈনিক ভোরের পাতা পত্রিকার উপজেলা প্রতিনিধি সাগর খান।

তারা ড্রেজার মেশিন দিয়ে পুকুর খননের ভিডিও করার সময় ছাতিয়ানগ্রামের তহির উদ্দীন সরকারের ছেলে আবুল হাসনাত অটুল সহ ৩/৪ জন ব্যাক্তি সাংবাদিকদের হত্যার উদ্দোশ্যে মাটি কাটার কোদাল নিয়ে হামলা চালায়। এসময় অনন্দ টিভির প্রতিনিধি আনোয়ার হোসাইনের হাত থেকে অটুল ভিডিও ক্যামেরা ছিনিয়ে নিয়ে ভাংচুর করে।

খবর পেয়ে ঘটনাস্থলে স্থানিয় সাংবাদিকরা পৌঁছালে আসামীরা পালিয়ে যায়। এ ব্যাপারে আনোয়ার হোসাইন বাদী হয়ে আদমদীঘি থানায় এজাহার দায়ের করেন।

ওসি জালাল উদ্দীন এজাহার পাওয়ার বিষয় নিশ্চিত করে বলেন, তদন্ত করে আইনগত ব্যবস্থা গ্রহন করা হবে।

(এস/এসপি/ফেব্রুয়ারি ০৯, ২০২০)

পাঠকের মতামত:

২০ এপ্রিল ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test