E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

ইউপি সদস্যকে ঝাড়ু পেটার অভিযোগে আ. লীগ নেতাসহ গ্রেফতার ২

২০২০ ফেব্রুয়ারি ১০ ১৮:৪৯:২৯
ইউপি সদস্যকে ঝাড়ু পেটার অভিযোগে আ. লীগ নেতাসহ গ্রেফতার ২

আঞ্চলিক প্রতিনিধি, বরিশাল : আগৈলঝাড়ায় ইউপি সদস্যকে প্রকাশ্যে ঝাড়ু পেটার অভিযোগে দায়ের করা মামলায় ওয়ার্ড আওয়ামী লীগ নেতা ও নারীসহ দুইজন গ্রেফতার। 

ঘটনাস্থলে উপস্থিত থাকা এসআই জামাল হোসেন ও প্রত্যক্ষদর্শী ব্যবসায়ি সূত্রে জানা গেছে, উপজেলার রাজিহার ইউনিয়নের ১নং ওয়ার্ড রাজিহার গ্রামে এসকেন্দারের পান বরজ থেকে মালোকাঠি শাহজাহান হাওলাদারের বাড়ি পর্যন্ত সরকারের ৪০ দিনের একটি প্রকল্প বাস্তবায়নের কাজ চলমান রয়েছে।

মালোকাঠি এলাকার জনগন নিজেদের টাকায় সম্প্রতি একটি ডোবা ভরাট করে নিজেদের চলাচল সচল রাখার পরে বাস্তবায়নাধীন ৪০ দিনের প্রকল্পের মধ্যে লবেন্দ্র নাথ হালদারের বাড়ির পূর্ব পার্শ্বে সরকারী হালট দিয়ে রাস্তা নির্মানের দাবি জানায় স্থানীয়রা। লবেন্দ্র নাথ হালদার সরকারী হালটসহ কৌশলে নিজের বাড়ির জায়গা সরকারী জায়গার মধ্যে বর্ধিত করতে হালট বাদ দিয়ে ব্যক্তির জায়গায় রাস্তা নির্মানের পথ দেখিয়ে দেন। স্থানীয় ইউপি সদস্য সঞ্জয় রায় লবেন্দ্র নাথর কথামতো সরকারী হালট বাদ দিয়ে ব্যাক্তি জায়গায় রাস্তা নির্মানের উদ্যোগ নিলে

রবিবার সন্ধ্যার পরে রাজিহার বাজারে বসে প্রকল্পের সুবিধা ভোগীদের মধ্যে ওই ওয়ার্ডের আওয়ামী লীগ সিনিয়র সহ-সভাপতি হাচেন হাওলাদার, স্থানীয় শাহ আলম ফকিরসহ অণ্যান্য রেঅকজনের সাথে স্থানীয় ইউপি সদস্য সঞ্জয় রায়ের সাথে রবিবার সন্ধ্যায় চরম বাকবিতন্ডা হয়। বাক বিতন্ডার এক পর্যায়ে স্থানীয় গন্যমান্য ব্যাক্তিবর্গের কাছে ইউপি সদস্য বিচার দাবি করে ওই রাতেই থানায় একটি অভিযোগ দায়ের করে।

এসআই জামাল হোসেন জানান, ইউপি সদস্য সঞ্জয় রায়ের অভিযোগ পেয়ে সোমবার সকাল এগারোটার দিকে তিনি তদন্তর জন্য রাজিহার বাজারে উপস্থিত হলে অভিযুক্ত আওয়ামী লীগ নেতা হাচেন হাওলাদারকে আটক করে অন্য পুলিশ সদস্যদের দিয়ে তাকে থানায় প্রেরণ করেন।

হাচেনকে আটকের খবর ছড়িয়ে পড়লে রাজিহার চৌরাস্তা বাজারে উত্তেজনা ছড়িয়ে পরে। এসআই জামাল ও ইউপি সদস্য সঞ্জয় রায় কথা বলার সময়ে বাজার সংলগ্ন বাড়ির বাসিন্দা শাহ আলম ফকিরের স্ত্রী রেবা বেগম পুলিশের উপস্থিতিতে আকস্মিকভাবে ইউপি সদস্য সঞ্জয়কে ঝাড়ু পেটা করে। প্রত্যক্ষদর্শী এসআই জামাল হোসেন ঘটনাস্থলেই রেবাকে আটক করেন।

ইউপি সদস্য সঞ্জয় রায়ের উপর হামলার ঘটনায় সোমবার দুপুরে হাচেন হাওলাদার, রেবা বেগমসহ ছয় জনের নাম উল্লেখ করে অজ্ঞাতনামা আরও ৭/৮জনকে অভিযুক্ত করে অর্থ ছিনিয়ে নেয়ার অভিযোগে ওয়ার্ড আওয়ামীলীগ সভাপতি, সম্পাদকসহ অন্যান্যদের স্বাক্ষি করে ইউপি সদস্য সঞ্জয় রায় থানায় পুনরায় নতুন অভিযোগ দায়ের করেছে।

(টিবি/এসপি/ফেব্রুয়ারি ১০, ২০২০)

পাঠকের মতামত:

২০ মে ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test