E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

শিবচর পাঁচ্চর তথ্য কেন্দ্রে থেকে ১১টি লাশ হস্তান্তর

২০১৪ আগস্ট ০৭ ১৮:১৯:২১
শিবচর পাঁচ্চর তথ্য কেন্দ্রে থেকে ১১টি লাশ হস্তান্তর

মাদারীপুর প্রতিনিধি : মাওয়া-কাওরাকান্দি নৌপথে লঞ্চ ডুবির ঘটনায় মাদারীপুরের শিবচর উপজেলার পাঁচ্চর প্রাথমিক বিদ্যালয়ে মঙ্গলবার রাত থেকে লাশ সনাক্তের জন্য তথ্য ও অভিযোগ কেন্দ্র চালু করার পর থেকে বৃহস্পতিবার বেলা ১টা পর্যন্ত নারী ও পুরুষ মিলিয়ে ২৩ জনের লাশ আনা হয়েছে বলে জানিয়েছেন মাদারীপুর জেলা প্রশাসক জিএসএম জাফরউল্লাহ্। এরমধ্যে ১১টি লাশের পরিচয় পেয়ে স্বজনদের কাছে হস্তান্তর। বাকি ১২টি লাশের পরিচয় পাওয়া যায়নি। তথ্য কেন্দ্রে স্বজনদের ভীড়। এছাড়াও দীর্ঘ সময় পানিতে থাকায় পচন ধরায় লাশ নিয়ে প্রশাসন বিভান্তিতে পরেছে। একেই লাশের দাবিদার একাধিক ব্যক্তি বলেও জানা গেছে।

মাদারীপুর জেলা প্রশাসক জিএসএম জাফরউল্লাহ্ জানান, তথ্য কেন্দ্রে ২৩ জনের লাশের মধ্যে এখন পর্যন্ত ১১ জনের লাশ তাদের পরিবার ও আত্মীয় স্বজনদের কাছে হস্তান্তর করেছে স্থানীয় প্রশাসন। আর বাকী যে ১২ জনের লাশ সনাক্ত কেন্দ্রে রাখা হয়েছে তাদের পরিচয় স্বজনদের মাধ্যমে নিশ্চিত হতে পারলে হস্তান্তর করা হবে। তথ্য কেন্দ্রটি ২৪ ঘন্টা খোলা থাকবে। নিখোঁজের স্বজনরা এই কেন্দ্র যোগাযোগ করতে পারেন।

শিবচর উপজেলা নির্বাহী কর্মকর্তা মুহাম্মাদ ইকবাল হোসেন জানান, লাশ পচন ধরায় বিভান্তির সৃষ্টি হয়েছে। একটি মেয়ের লাশ একাধিক ব্যক্তি দাবি করছে। লাশ সনাক্তকরণের জন্য উপজেলা নির্বাহী কর্মকর্তা ও ম্যাজিষ্টেটদের নিয়ে সমন্বয়ে একটি কমিটি গঠন করা হয়েছে। এই কমিটি নিহতদের লাশের ছবি, পোষাকের বর্ণনা এবং শরীরের বিভিন্ন স্থানের চিহ্ন দেখে ফরম পূরণের মাধ্যমে চূড়ান্তভাবে লাশ সনাক্ত করে হস্তান্তর করছেন।

(এসএএস/অ/আগস্ট ০৭, ২০১৪)

পাঠকের মতামত:

২৫ এপ্রিল ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test