E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

কাপাসিয়ায় ৩ শিক্ষককে ১ লাখ টাকা জরিমানা

২০২০ ফেব্রুয়ারি ১১ ১৫:৪২:১০
কাপাসিয়ায় ৩ শিক্ষককে ১ লাখ টাকা জরিমানা

কাপাসিয়া (গাজীপুর) প্রতিনিধি : গাজীপুরের কাপাসিয়ায় চলতি এসএসসি পরীক্ষায় আইন অমান্য করার অপরাধে গতকাল বিকেলে দুই পরীক্ষা কেন্দ্রে তিন শিক্ষককে এক লাখ টাকা জরিমানা করা হয়েছে। ইংরেজি দ্বিতীয় পত্র পরীক্ষা চলাকালে ঘাগটিয়া চালা উচ্চ বিদ্যালয় কেন্দ্রে এক শিক্ষকের কাছ থেকে ৫০ হাজার টাকা ও খিরাটি একে উচ্চ বিদ্যালয় কেন্দ্রে দুই শিক্ষককে ২৫ হাজার টাকা করে জরিমানা আদায় করা হয়েছে।

জানা যায়, গতকাল ইংরেজি দ্বিতীয় পত্র পরীক্ষা চলাকালে নিজের সন্তান পরীক্ষা দেওয়া সত্বেও ঘাগটিয়া চালা উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক মোঃ মোস্তফা কবির কেন্দ্রের ভিতরে অবস্থান করছিলেন।

খবর পেয়ে উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোসাঃ ইসমত আরা ওই কেন্দ্রে গিয়ে তাকে পাবলিক পরীক্ষা অপরাধ আইন ১৯৮০ এর ১১ ধারায় ৫০ হাজার টাকা জরিমানা করেন।

পরে তিনি খিরাটি একে উচ্চ বিদ্যালয় কেন্দ্রে গিয়ে একই বিদ্যালয়ের সহকারী শিক্ষক তরুণ রায় ও রামপুর উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক চন্দন চন্দ্র বর্মণকে অগ্রিম স্বাক্ষর করে খাতা বিতরণ করার অপরাধে ২৫ হাজার টাকা করে জরিমানা আদায় করা হয়।

(এসকেডি/এসপি/ফেব্রুয়ারি ১১, ২০২০)

পাঠকের মতামত:

০৩ মে ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test