E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

সুবর্ণচরে মাদ্রাসা ছাত্রকে পিটিয়ে আহত, আটক ১

২০২০ ফেব্রুয়ারি ১১ ১৭:৪৭:৪১
সুবর্ণচরে মাদ্রাসা ছাত্রকে পিটিয়ে আহত, আটক ১

নোয়াখালী প্রতিনিধি : তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে ফখরুল ইসলাম দাখিল মাদ্রাসার  এক ছাত্রকে ডেকে নিয়ে দলবেঁধে পিটিয়ে আহত করার ঘটনা ঘটেছে। ঘটনার সাথে জড়িত একজনকে আটক করে পুলশে সোপর্দ করেছে মাদ্রাসার শিক্ষক-শিক্ষার্থীরা। আহত ছাত্র বর্তমানে সুবর্ণচর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন রয়েছে। ঘটনাটি ঘটে সুবর্ণচর উপজেলার চরক্লার্ক ইউনিয়নের চরক্লার্ক গ্রামের জনতা বাজারে।

মাদ্রাসা শিক্ষক সাহাব উদ্দিন জানান, ২ ফেব্রুয়ারি উক্ত মাদ্রাসা এবং এলাকাবাসীর উদ্যােগে একটি মাহফিল অনুষ্ঠিত হয়। মাহফিলে সেচ্ছাসেবকের দায়িত্ব পালন করেন চরক্লার্ক জনতা বাজার ফখরুল ইসলাম দাখিল মাদ্রাসার ছাত্র কেরামতপুর গ্রামের মোঃ রফিকুল ইসলামের পুত্র আলী হোসেন আরিফ(১৯)কে।

মাহফিল চলাকালীন সময় চরক্লার্ক গ্রামের আব্দুল বাতেনের পুত্র নাজিম উদ্দিন, মোস্তফার ছেলে রিপন(২০), বাতেন এর পুত্র মোঃ তামিম(১৮), সজিবসহ কিছু বখাটে মাহফিলে উশৃঙ্খল করে এতে আলী হোসেন আরিফ বাঁধা দিলে মাহফিল শেষে তারা ক্ষিপ্ত হয়ে আরিফের সাথে বাকবিত-া শুরু করে পরে স্থানীয়রা বিষয়টি মিমাংশা করে দেন।

গতকাল ১০ ফেব্রুয়ারি (সোমবার) দুপুর দেড়টায় জোহরের নামায শেষে আরিফ মাদ্রাসা মাঠে খেলছিল তার পর অজ্ঞাত এক ছেলেকে দিয়ে আরিফকে ডেকে নিয়ে নাজিম, তামিম, রিপন, সজিবসহ অজ্ঞাত ৭/৮জন এলোপাতাড়ি পিটিয়ে আহত করে।

খবর পেয়ে মাদ্রাসা শিক্ষক-শিক্ষার্থীরা আরিফকে রক্তাক্ত অবস্থায় উদ্ধার করে এবং অভিযুক্ত নাজিমকে আটক চরজব্বার থানায় খবর দিলে পুলিশ ঘটনার সাথে জড়িত নাজিমকে আটক করে থানায় নিয়ে আসে এবং বাকিরা পালিয়ে যায়। এঘটনায় আহত আরিফের বাবা একটি মামলার প্রস্তুতি নিচ্ছেন বলে জানান তিনি।

এ বিষয়ে জানতে অভিযুক্তদের সাথে আলাপ করতে চাইলে তাদরে মুঠোফোন বন্ধ পাওয়া যায়।
সুবর্ণচর উপজেলা নির্বাহী অফিসার ইবনুল হাসান বলেন, ঘটনাটি আমি শুনেছি এবং চরক্লার্ক ইউপি চেয়ারম্যান এডভোকেট আবুল বাশারকে দায়ীত্ব দেয়া হয়েছে।

চেয়ারম্যান আবুল বাশার বলেন, আটকৃত নাজিকে একজনের জিম্মায় ছেড়ে দেয়া হয়েছে কার জিম্মায় ছাড়া হয়েছে জানেন না তিনি।

চরজব্বার থানার অফিসার ইনচার্জ (ওসি) সাহেদ উদ্দিন মারধর ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, আহত আরিফকে চিকিৎসার জন্য মেডিকেল ভর্তি করা হয়েছে এবং এ বিষয়ে সমাধান করার জন্য চেয়ারম্যান বাসারকে দায়ীত্ব দেয়া হয়েছে। বুধবার সন্ধ্যায় উভয় পক্ষের বসার সিদ্ধান্ত হয়েছে।

(এস/এসপি/ফেব্রুয়ারি ১১, ২০২০)

পাঠকের মতামত:

২৬ এপ্রিল ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test