E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

আগৈলঝাড়ায় পুলিশের জঙ্গী ও মাদক বিরোধী ওপেন হাউজ ডে 

২০২০ ফেব্রুয়ারি ১১ ১৮:৪১:১৪
আগৈলঝাড়ায় পুলিশের জঙ্গী ও মাদক বিরোধী ওপেন হাউজ ডে 

আঞ্চলিক প্রতিনিধি, বরিশাল : আগৈলঝাড়ায় থানা পুলিশের উদ্যোগে উপজেলা সদরের ব্যবসায়ী ও সাধারণ জনগণের সাথে পুলিশের ওপেন হাউজ ডে ও মতবিনমিয় সভা অনুষ্ঠিত হয়েছে। 

মঙ্গলবার বিকেলে উপজেলা সদর বাজারে আগৈলঝাড়া থানা অফিসার ইন চার্জ মো. আফজাল হোসেনের সভাপতিত্বে ওপেন হাউজ ডে ও মতবিনিময় সভায় প্রধান অতিথি ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার (গৌরনদী সার্কেল) আব্দুর রব হাওলাদার।

সভায় বাজারের ব্যবসায়ী ও সাধারণ জনগণ তাদের বক্তব্যে বলেন, এলাকায় ‘মাদক’ সেবন ও ক্রয়-বিক্রয়কে যুব ও ছাত্র সমাজরে প্রধান সমস্যা দাবি করে মাদকের চিহ্নিত পাইকারী বিক্রেতাদের আইনের আওতায় এনে মাদকমুক্ত সমাজ গড়তে পুলিশ প্রশাসনের প্রতি আহ্বান জানান। এছাড়াও জঙ্গী তৎপরতা প্রতিরোধ, ইভটিজিং, বাল্য বিয়ে প্রতিরোধ ও রাত্রিকালীন বাজারে পুলিশ টহল বাড়ানোসহ সম্প্রতি এলাকায় নিষিদ্ধ ঘোষিত নব্য জেএমবি সদস্য গ্রেফতারের ঘটনায় উদ্বেগ প্রকাশ করেন।

এসময় প্রধান অতিথি সমাজে বিভিন্ন অপরাধ ও বিভিন্ন এলাকার মাদকসেবীদের তথ্য সরবরাহর জন্য জনগনকে থানা পুলিশকে তথ্য প্রদানের আহ্বান জানান। পাশপাশি মাদকসেবী ও মাদক ব্যবসায়ীদের বিরুদ্ধে পুলিশের কঠোর নীতির কথা উল্লেখ করে সমস্যা সমাধানে থানা পুলিশকে পদক্ষেপ নেয়ার নির্দেশ প্রদান করেন।

মতবিনিময় সভায় অন্যান্যদের মধ্যে আরও বক্তব্য রাখেন ওসি (তদন্ত) নকিব আকরাম, আওয়ামী লীগ নেতা ও বাকাল ইউপি চেয়ারম্যান বিপুল দাস, আ’লীগ নেতা নিত্যানন্দ মজুমদার, বাজার ব্যবসায়ি বিমল কর্মকার, কালাম বেপারী, ব্যবসায়ি ও যুবলীগ নেতা ফয়জুল সেরনিয়াবাত, ইউপি সদস্য পবিত্র রানী বাড়ৈ, মশিউর রহমান সরদার প্রমুখ।

(টিবি/এসপি/ফেব্রুয়ারি ১১, ২০২০)

পাঠকের মতামত:

২০ মে ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test