E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

কালিয়াকৈরে শিক্ষকের উপর হামলার প্রতিবাদে শিক্ষক-শিক্ষার্থীদের মানববন্ধন

২০২০ ফেব্রুয়ারি ১২ ১৪:৫৭:৫১
কালিয়াকৈরে শিক্ষকের উপর হামলার প্রতিবাদে শিক্ষক-শিক্ষার্থীদের মানববন্ধন

কালিয়াকৈর উপজেলা প্রতিনিধি : গাজীপুরের কালিয়াকৈর উপজেলার শাহবাজপুর এলাকায় এক শিক্ষকের উপর হামলার প্রতিবাদে সোমবার দুপুরে মানববন্ধন করেছে দুটি স্কুলের পাঁচ শতাধিক শিক্ষক-শিক্ষার্থীরা।

মানববন্ধনে দ্রুত শিক্ষকের উপর হামলাকারীদের গ্রেফতারের দাবী জানানো হয়েছে।

এ সময় মানববন্ধনে বক্তৃতা করেন, গ্রামবাসী দুলাল চন্দ্র সরকার, শিক্ষার্থী অখিল চন্দ্র সরকার প্রমুখ।

মানববন্ধনে অংশ নেওয়া শিক্ষার্থী ও শিক্ষকরা জানান, কালিয়াকৈর উপজেলার শাহবাজপুর এলাকার শাহবাজপুর সরকারী প্রাথমিক বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক অমল চন্দ্র দত্ত’র উপর হামলার প্রতিবাদে মানববন্ধন করে হামলাকারী উত্তম কুমার ঘোষ ও তার ছেলে মিল্টন ঘোষসহ অন্যান্যদের গ্রেফতার ও শাস্তির দাবি করেন।

উল্লেখ্য, উপজেলার শাহবাজপুর এলাকার শাহবাজপুর রাধা কালাচাঁদ মন্দিরে আধিপত্য বিস্তারের দ্বন্দ্বে স্থানীয় উত্তম কুমার ঘোষ ও তার ছেলে মিল্টন ঘোষসহ তাদের সহযোগীরা ওই ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকের উপর হামলা চালায়।

পরে স্থানীয় লোকজন আহত অবস্থায় তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেছে।

(আইএস/এসপি/ফেব্রুয়ারি ১২, ২০২০)

পাঠকের মতামত:

০৩ মে ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test