E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

শিরোনাম:

বিজিবির গুলিতে মৃত্যুর এক বছর : হরিপুরে মানববন্ধন ও স্বরণ সভা

২০২০ ফেব্রুয়ারি ১২ ১৭:২৭:৪৯
বিজিবির গুলিতে মৃত্যুর এক বছর : হরিপুরে মানববন্ধন ও স্বরণ সভা

রাণীশংকৈল প্রতিনিধি : ঠাকুরগাঁওয়ের হরিপুর উপজেলায় বিজিবির গুলিতে গত বছরের ১২ ফেব্রুয়ারিতে তিন জন নিহত ও আঠারো জন আহত হওয়ার ঘটনায় সুষ্ঠ বিচারের দাবিতে মানববন্ধন প্রতিবাদ ও স্বরণ সভা হয়েছে।

বিজিবি’র গুলিতে হতাহত’র ঘটনাস্থলে বুধবার সকালে উপজেলার বহরমপুর গ্রামবাসীর উদ্যোগে মানববন্ধন কর্মসুচি প্রতিবাদ ও নিহতদের স্বরণে স্মরণ সভা পালন করা হয়।

প্রতিবাদ ও স্বরণ সভা চলাকালে গ্রামবাসী বলেন, বিজিবি কর্তৃক এমন ন্যাক্কারজনক ঘটনা ঘটার পর একটি লোক দেখানো তদন্ত কমিটি করা হয়। সে কমিটি আদৌ আসল রহস্য বের করে ঘাতক বিজিবি সদস্যদের বিচারের মুখোমখি না নিয়ে এসে বিষয়টি ধামা চাপা দেওয়ার পায়তারা করছেন।

তারা অভিযোগ করে বলেন, আদালতের আশ্রয় নিয়েও ফিরে আসতে হয়েছে। আবার বিজিবি সদস্যরা ঠিকই প্রশাসনের সহযোগিতা নিয়ে আমাদের বিরুদ্বে মামলা দিয়েছে।

এ ঘটনার এখনো সুরাহা হয়নি। ঘটনার এক বছরেও নিহত ও আহতদের পরিবার তেমন কোন আইনি সহযোগিতা পায়নি। উল্টো বিজিবি কর্তৃক মামলার স্বীকার হয়ে আতঙ্কে দিন কাটাতে হচ্ছে।

গ্রামবাসী মাননীয় প্রধানমন্ত্রীর হস্তক্ষেপের মাধ্যমে দোষী বিজিবি সদস্যদের বিচার ও অসহায় মানুষগুলোর পাশে দাড়ানোর অনুরোধ জানান।

উল্লেখ্য, জেলার হরিপুর উপজেলার বহরমপুর গ্রামে ২০১৯ সালে ১২ ফেব্রুয়ারি বিজিবি ও গ্রামবাসির মধ্যে সংঘর্ষের ঘটনায় বিজিবির গুলিতে নিহত হয় নবাব,সাদেক, জয়নুল নামে তিনজন। আহত হয় ১৮ জন।

(কেএস/এসপি/ফেব্রুয়ারি ১২, ২০২০)

পাঠকের মতামত:

২৭ এপ্রিল ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test