E Paper Of Daily Bangla 71
Janata Bank Limited
Transcom Foods Limited
Mobile Version

গোবিন্দগঞ্জে ইজিবাইক চাপায় শিশুর মৃত্যু

২০২০ ফেব্রুয়ারি ১৩ ১৮:৪৫:৫৪
গোবিন্দগঞ্জে ইজিবাইক চাপায় শিশুর মৃত্যু

গোবিন্দগঞ্জ (গাইবান্ধা) প্রতিনিধি : গোবিন্দগঞ্জ উপজেলার ফুটানিবাজার-নাকাইহাট সড়কের চাঁদপুর সিংড়া এলাকায় বৃহস্পতিবার দুপুরে পাঁচ বছরের শিশু তানিম ইজিবাইক চাপায় মারা গেছে। নিহত তানিম স্থানীয় হাফেজ আলীর ছেলে।

প্রত্যক্ষদর্শীরা জানান, তানিম অন্যান্য শিশুদের সঙ্গে খেলার এক পর্যায়ে সড়কে দৌঁড়ে আসলে তাকে একটি ইজি বাইক চাপা দিয়ে সটকে পড়ে। পরে আশঙ্কাজনক অবস্থায় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়ার সময় তার মৃত্যু হয়।

থানার ওসি একেএম মেহেদী হাসান এ তথ্য নিশ্চিত করে জানান, নিহত তানিমের লাশ তার পরিবারের নিকট হস্তান্তর করা হয়েছে। এ বিষয়ে মামলার প্রস্তুতি চলছে।

(এস/এসপি/ফেব্রুয়ারি ১৩, ২০২০)

পাঠকের মতামত:

১১ আগস্ট ২০২০

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test