E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

ফাল্গুনের প্রথম দিনে ফাল্গুনী কেড়ে নিল পাঁচ প্রাণ

২০২০ ফেব্রুয়ারি ১৪ ১৭:১০:৫৪
ফাল্গুনের প্রথম দিনে ফাল্গুনী কেড়ে নিল পাঁচ প্রাণ

আঞ্চলিক প্রতিনিধি, বরিশাল : গোপালগঞ্জের কাশিয়ানীতে যাত্রীবাহী বাস ও নসিমনের মুখেুমুখি সংঘর্ষে ৫জন নিহত হয়েছে আহত হয়েছে আরও অন্তত ৭জন। নিহতরা সবাই নির্মান শ্রমিক।

প্রত্যক্ষদর্শী ও ভাটিয়াপাড়া হাইওয়ে পুলিশ ক্যাম্প ইনচার্জ এসআই নিজামুল আলম জানান, শুক্রবার সকাল ৮টার দিকে কাশিয়ানীর পোনা বাসষ্ট্যান্ড এলাকায় পাশ্ববর্তী সংযোগ রাস্তা থেকে একটি যাত্রী বোঝাই নছিমন মহাসড়কে উঠছিল। এ সময় খুলনা থেকে ছেড়ে আসা থাকাগামী ফালগুনী পরিবহনের একটি বাসের সাথে মুখোমখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই এক নছিমন যাত্রী নিহত হয়।

কাশিয়ানী হাসপাতালে নেয়ার পথে আরও দুই নছিমন যাত্রী মারা যান। আহত নছিমনের আরও ৭ যাত্রীকে প্রাথমিক চিকিৎসা দিয়ে আশংকাজনক অবস্থায় ফরিদপুর মেডিকেল কলেজ ও গোপালগঞ্জ জেনারেল হাসপাতালে পাঠানো হয়েছে। নছিমনের যাত্রীরা কাশিয়ানী উপজেলার পারুলিয়া ইউনিয়নের তিতা গ্রাম থেকে নছিমনে করে ভবন নির্মাণের কাজ করতে কাশিয়ানীর ভাটিয়াপাড়া যাচ্ছিলেন।

দুর্ঘটনায় আহতদের উদ্ধার করে প্রথমে কাশিয়ানী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে নিলে সেখানে তাদের প্রাথমিক চিকিৎসা দিয়ে গোপালগঞ্জ সদর ও ফরিদপুর সদর হাসপাতালে পাঠানো হয়েছে।

নিহতরা হলেন- উপজেলার পারুলিয়া ইউনিয়নের তিতা গ্রামের বেলায়েত মুন্সীর ছেলে সুমন মুন্সী (২০), রাফিক মোল্লার ছেলে বদিয়ার মোল্লা (৩০) বজলু ফকিরের ছেলে মিজান ফকির (৫০), আজিরন ফকিরের ছেলে লায়েক ফকির (৫০) ও আবি মোল্লার ছেলে সিরাজুল ইসলাম মোল্লা (৩০)।

ঘোনাপাড়া হাইওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ এসআই নিজামুল আলম, গোপালগঞ্জ হাসপাতালের সহকারী পরিচালক ডা. অসিত কুমার মল্লিক ও ফরিদপুর মেডিকেল কলেজের জরুরী বিভাগে কর্তব্যরত ডা. অঞ্জন কুমার সাহা মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।

পারুলিয়া ইউপি চেয়ারম্যান শেখ মকিমূল ইসলাম মকিম জানিয়েছেন, নিহত ও আহত শ্রমিকেরা তার ইউনিয়নের বাসিন্দা। তারা ভবনের ছাদ ঢালাইয়ের কাজ করতে যাচ্ছিলেন।

(টিবি/এসপি/ফেব্রুয়ারি ১৪, ২০২০)

পাঠকের মতামত:

১৯ এপ্রিল ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test