E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

কেন্দুয়ায় মডেল মসজিদের নির্মাণ কাজ দেখলেন ইসলামিক ফাউন্ডেশনের মহাপরিচালক

২০২০ ফেব্রুয়ারি ১৬ ১৬:২২:৩৯
কেন্দুয়ায় মডেল মসজিদের নির্মাণ কাজ দেখলেন ইসলামিক ফাউন্ডেশনের মহাপরিচালক

সমরেন্দ্র বিশ্বশর্মা, কেন্দুয়া (নেত্রকোণা) : কেন্দুয়া উপজেলা সদর উপকন্ঠে মডেল মসজিদের নির্মাণ কাজ মানসম্পন্ন হচ্ছে কি না তা দেখলেন বাংলাদেশ ইসলামিক ফাইন্ডেশনের মহাপরিচালক আনিস মাহমুদ। 

প্রায় ১২ কোটি টাকা ব্যায়ে মডেল মসজিদের তিন তলা বিশিষ্ট ভবনের নির্র্মাণ কাজ চলছে। নিমার্ণ কাজ প্রত্যক্ষ করতে শনিবার দুপুরে কেন্দুয়ায় ছুটে আসেন তিনি।

এ সময় তিনি বলেন, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান স্বাধীনতার পর ইসলামি ফাইন্ডেশন প্রতিষ্ঠা করেছিলেন বলেই আজ আমরা এ সুফল ভোগ করছি। তিনি বলেন ইসলামের সুষ্ঠ প্রচার ও প্রসারে বর্তমান সরকারের গুরুত্বপূর্ণ মডেল প্রকল্প মডেল মসজিদ। এর নিমার্ণ কাজে কোনো অনিয়ম ও অবহেলা সহ্য করা হবে না। মসজিদের ছাদ ঢালাইয়ের দিন অব্যশই উপজেলা নির্বাহী কর্মকতা সহ সংশ্লিষ্ট সকল কর্মকতাকে উপস্থিত থাকতে হবে। ছাদ ঢালাইয়ের রিপোর্ট ও ছবি সঙ্গে সঙ্গে আমাদের কাছে পাঠাতে হবে।

এ সময় উপস্থিত ছিলেন ইসলামিক ফাউন্ডেশন নেত্রকোণা জেলার উপ পরিচালক আব্দুল ওয়াদুদ, সহকারী উপ পরিচালক শফিকুর রহমান সরকার, কেন্দুয়া উপজেলা নির্বাহী কমর্কতা আল ইমরান রুহুল ইসলাম, থানা অফিসার ইনচার্জ মোহাম্মদ রাশেদুজ্জামান, উপ সহকারী পৌকশলী আনিসুল হক বেপারী, ফিল্ড সুপার ভাইজার কবিরুল ইসলাম।

এছাড়া আরও উপস্থিত ছিলেন কেন্দুয়া উপজেলা প্রেসক্লাবের সভাপতি সাংবাদিক সমরেন্দ্র বিশ্বশর্মা, রিপোটার্স ক্লাবের সভাপতি আবুল কাসেম আকন্দ ও কেন্দুয়া প্রেসক্লাব সদস্য মজিবুর রহমান। স্থানীয় আলেম সমাজের নেতারা ইসলামিক ফাউন্ডেশানের কোন মহাপরিচালক প্রথম বারের মতো কেন্দুয়া মডেল মসজিদ পরিদর্শনে আসায় আনিস মাহমুদের প্রতি কৃতজ্ঞতা জানান।

(এসবি/এসপি/ফেব্রুয়ারি ১৬, ২০২০)

পাঠকের মতামত:

১৮ মে ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test