E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

স্কুল শিক্ষককে বাঁশের সঙ্গে বেঁধে মাছের ঘের দখল

২০২০ ফেব্রুয়ারি ১৬ ১৬:২৪:৩৭
স্কুল শিক্ষককে বাঁশের সঙ্গে বেঁধে মাছের ঘের দখল

রঘুনাথ খাঁ, সাতক্ষীরা : সংখ্যালঘু সম্প্রদায়ের এক অবসরপ্রাপ্ত শিক্ষককে বাঁশের সঙ্গে দড়ি দিয়ে বেঁধে রেখে হাইকোর্টে বিচারাধীন থাকা মাছের ঘের দখলে নিয়েছে জালদলিল সৃষ্টিকারিরা। এ সময় তারা ঘেরের বাসা ভাঙচুর করে, ২০ হাজার টাকার মত মাছ লুটপাট করে। শনিবার বিকেল তিনটা থেকে পাঁচটা পর্যন্ত সাতক্ষীরার কালিগঞ্জ উপজেলার পারুলগাছা গ্রামে এ ঘটনা ঘটে।

কালীগঞ্জ উপজেলার লক্ষীনাথপুর গ্রামের ও বিষ্ণুপুর প্রাণকৃষ্ণ স্মারক বহুমুখী মাধ্যমিক বিদ্যালয়ের অবসরপ্রাপ্ত শিক্ষক রাধাপদ মণ্ডল জানান, যশোরের সাগরদাঁড়ির শেফালী মুখোপাধ্যায়ের কাছ থেকে ১৯৭৬ সালে তিনি আট বিঘা জমি কেনেন। তিনি ওই জমিতে চাষবাদ শুরু করার পর কুশলিয়ার চাঞ্চল্যকর অনন্তসহ একই পরিবারের সাতজনকে স্বপরিবারে হত্যা মামলার মূল নায়ক আজিজ কাজীর স্ত্রী সফুরা খাতুন, ঠেকরা রহিমপুরের রফিকুল ইসলাম ছাড়াও ওই এলাকার শহর আলী ও আব্দুর রশিদ একই দলিলে ১৯৭৪ সালে শেফালী মুখোপাধ্যায়কে লক্ষীনাথপুরের বাসিন্দা দেখানো এক জাল দলিলমূলে ওই জমি জবরদখল করার চেষ্টা করে।

১৯৭৬ সালে তিনি সফুরা খাতুনসহ চারজনের বিরুদ্ধে জাল দলিল সৃষ্টির অভিযোগে মামলা করেন। আদালতের নির্দেশে কালীগঞ্জ সার্কেল অফিসার আবুল কাশেম শেফালী মুখোপাধ্যায় বাংলাদেশে আনিয়ে তার বক্তব্য অনুযায়ি এসডিওকে প্রতিবেদন পাঠান। এ ছাড়াও শেফালী আদালতের কাঠগোড়ায় হাজির হয়ে ওই জমি রাধাপদ মণ্ডল ছাড়া আর কারো কাছে বিক্রি করেননি জানানোয় বিপদ বুঝে জাল দলিল সৃষ্টিকারিরা তড়িঘড়ি করে কালীগঞ্জ সাব রেজিষ্ট্রি অফিসে এসে না দাবি দলিল লিখে দেন।

রাধাপদ মণ্ডল বলেন, ওই আট বিঘা জমি নিয়ে তিনি ১৯৯৫ সালে আদালতে ৪৯/৯৫ নং সোলে রদের মোকদ্দমা করেন। মওকা বুঝে জালদলিল সৃষ্টির বিরুদ্ধে নারাজি দলিল তৈরি করে দেওয়া চারজন বিবাদী শ্রেণীভুক্ত হয়ে যান। একপর্যায়ে ২০০৪ সালে আদালত চারজনের দলিল অকার্যকর বলে ঘোষণা করে। এতে ক্ষুব্ধ হয়ে সফুরার স্বামী আজিজ কাজীর নেতৃত্বে কয়েকজন তাকে পিটিয়ে জখম করে। ২০১৯ সালে তিনি (রাধাপদ) ডিক্রী পান। এ ডিক্রীর বিরুদ্ধে রফিকুলসহ চারজন হাইকোর্টে আপিল করে। যা বর্তমানে চলমান রয়েছে। তিনি আরো জানান, তার নামে নামজারি, খাজনা ও চেক জালিয়াতি করে সফুরা ২০১৫ সালে জালদলিলে তার অংশের দু’ বিঘা জমি কাজী মহসিনের নামে লিখে দেন।

রাধাপদ মণ্ডলের অভিযোগ, মহামান্য হাইকোর্টে মামলা চলমান থাকলেও জালদলিল সৃষ্টিকারিদের কাছ থেকে আর্থিক সুবিধা নিয়ে কালীগঞ্জ থানার উপপরিদর্শক জিয়ারত আলী বৃহষ্পতিবার বিকেলে পুলিশ পাঠিয়ে তাকে ও তার ছেলেকে শুক্রবার বিকেলে হাজির থাকার নির্দেশ দেন। সে অনুযায়ি তিনি ও তার ছেলে প্রদীপ শুক্রবার বিকেল চারটায় থানার গোলঘরে হাজির হয়ে তাদের পক্ষে মামলার রায় ও হাইকোর্টে চলমান মামলার কাগজপত্র দেখান। জিয়ারত আলী কাগজপত্র দেখার পরও বিরোধপূর্ণ জমিতে তাকে ও তার ছেলেকে জমিতে না যাওয়ার জন্য হুশিয়ারি দেন। একইসাথে কাজী মহসিনর তার সহযোগীদের জমি শনিবার দখলে নেওয়ার নির্দেশ দেন। বিষয়টি তিনি তাৎক্ষণিকভাবে কালীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা দেলোয়ার হুসেনকে অবহিত করেন। তিনি তাৎক্ষণিকভাবে জিয়ারত আলীকে ওই জমিতে যাওয়ার নির্দেশ প্রত্যাহার করে কাজী মহসিন ও তার সহযোগীদের করতে বলেন।

রাধাপদ মণ্ডল বলেন, শনিবার বিকেল তিনটার দিকে রফিকুল ইসলাম, এরশাদ খাঁ, কাজী মহসিন ও নূর মোহাম্মদের নেতৃত্বে ১৫/২০ জন ভাড়াটিয়া সশস্ত্র সন্ত্রাসী তার ঘের দখলে নিতে বাসা ভাঙচুর করে। এ সময় হামলাকারিদের দেওয়া আগুনে একটি ধুতিসহ বেশ কিছু ব্যবহৃত জিনিসপত্র পুঁড়ে যায়। তারা ঘেরে ব্যবহৃত একটি মোটর পাম্প তুলে নিয়ে অন্যত্র ফেলে দেয়। ছুটিয়ে দেয় ঘেরের বেড়ি বাঁধ। ভাঙচুরে বাধা দেওয়ায় তাকে (রাধাপদ) ধরে নিয়ে একটি বাঁশের সঙ্গে বেঁধে রাখা হয়। দীর্ঘ দু’ ঘণ্টা ধরে তাণ্ডব চালায় হামলাকারিরা। পরে পুলিশ আসায় হামলাকারিরা ঘের ছেলে চলে যায়। এ সময় তারা ২০ হাজার টাকা মূল্যের গলদা, রুই, কাতলাসহ বিভিন্ন প্রজাতির মাছ ধরে নিয়ে যায়। রাতে থানায় অভিযোগ দিলে পুলিশ মামলা না নিয়ে ফিরিয়ে দেয়।

জানতে চাইলে কাজী মহসিন বলেন, কেনা জমি দখলমুক্ত করতে গিয়েছিলেন তিনিসহ কয়েকজন। মারপিট, লুটপাঠ ও ঘেওে মাছ ধরার অভিযোগ ঠিক নয়।

কালীগঞ্জ থানার উপপরিদর্শক জিয়ারত আলী বলেন, তিনি কাউকে জমি জবরদখল করতে বলেছেন এটা ঠিক নয়। তবে কাজী মহসিনের অভিযোগের ভিত্তিতে তিনি উভয়পক্ষকে শুক্রবার বিকেলে থানায় ডেকে ছিলেন।

কালীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা দেলোয়ার হুসেন বলেন, হাইকোর্টে বিচারাধীন জমি জবরদখল করা হয়েছে এমন খবররের ভিত্তিতে পুলিশ পাঠিয়ে জবরদখলকারিদের হঠিয়ে দেওয়া হয়েছে।

জবরদখলকারিদের হঠিয়ে দেওয়ায় মামলা না করার জন্য রাধাপদ মণ্ডলকে পরামর্শ দেওয়া হয়েছে।

(আরকে/এসপি/ফেব্রুয়ারি ১৬, ২০২০)

পাঠকের মতামত:

১৮ মে ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test