E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

রাতের পরীক্ষার রিপোর্ট তৈরি করে নাইট গার্ড

বরিশাল শেবাচিম হাসপাতালের সামনে রোগী পরীক্ষার নামে প্রতারণা!

২০২০ ফেব্রুয়ারি ১৭ ১৮:৫২:০৪
বরিশাল শেবাচিম হাসপাতালের সামনে রোগী পরীক্ষার নামে প্রতারণা!

আঞ্চলিক প্রতিনিধি, বরিশাল : রাত ১০টার পরে থাকে না কোন চিকিৎসক কিংবা মেডিকেল টেকনোলোজিস্ট। ওই সময় নাইট গার্ড, পিওন ও ল্যাব এ্যাসিসট্যান্ট থাকেন। তার পরেও সকালের আলো ফুটতেই চিকিৎসকের স্বাক্ষরিত রিপোর্ট প্রদান করা হচ্ছে রোগীর স্বজনদের হাতে। চিকিৎসকের ভুয়া স্বাক্ষর দেয়া অহরহ ভুল রিপোর্ট প্রদান অব্যাহত থাকলেও একজন প্রভাবশালী চিকিৎসকের প্রতিষ্ঠান হওয়ায় বিষয়টি জেনেও সংশ্লিষ্ট কর্তা ব্যক্তিরা কোন ব্যবস্থাই গ্রহণ করছেন না ওই ভুয়া প্রতিষ্ঠানের বিরুদ্ধে ।

যে কারণে ভুয়া ও প্রতিষ্টানের কাছে এক প্রকার জিম্মি হয়ে পরেছে দক্ষিণাঞ্চলের সর্ববৃহত চিকিৎসা সেবা কেন্দ্র বরিশাল শের-ই বাংলা মেডিকেল কলেজ হাসপাতালের সিসিইউ ইউনিটে চিকিৎসা নিতে আসা রোগীরা। ঘটনাটি শেবাচিম হাসপাতালের সামনের আবিদ ইসলামিয়া মেডিকেল সার্ভিসেস নামের ডায়াগনস্টিক সেন্টারের।

বিশেষ অনুসন্ধানে জানা গেছে, শেবাচিম হাসপাতালের করনারি কেয়ার ইউনিটের (সিসিইউ) চিকিৎসক কার্ডিওলজি বিভাগের সহযোগী অধ্যাপক হুমায়ুন কবির তার নগরীর রুপাতলী এলাকার নিজস্ব আব্দুল্লাহ হাসপাতাল এবং শেবাচিমের সামনের আবিদ ইসলামিয়া মেডিকেল সার্ভিসেস থেকে রোগীদের পরীক্ষা নিরীক্ষা করাতে বাধ্য করছেন। ফলে ডাঃ হুমায়ুন কবিরের কাছে দীর্ঘদিন থেকে জিম্মি হয়ে পরেছে রোগী ও তাদের স্বজনরা।

শেবাচিমের পরিচালক ডাঃ বাকির হোসেন বলেন, যারা কর্মকর্তাদের নির্দেশ পালন করেন না, তারা কিসের চিকিৎসক। তার (হুমায়ুন কবির) আচরন রোগীদের সাথে প্রহসনমূলক। তার নিজস্ব ক্লিনিক ও ডায়াগনস্টিকে রোগী পাঠানোর বিষয়টি একাধিকবার অভিযোগ আকারে পেয়েছি। এটা কোন চিকিৎসকের বৈশিষ্ট্য হতে পারেনা। তাকে অন্যত্র সরিয়ে নেয়ার জন্য প্রিন্সিপালের কাছে লিখিত আবেদন করা হয়েছে। পরিচালক আরও বলেন, তার বিরুদ্ধে সিসিইউ ইউনিট প্রধান ডাঃ জাকির হোসেনও লিখিত অভিযোগ করেছেন।

খোঁজ নিয়ে জানা গেছে, আবিদ ইসলামিয়া মেডিকেল সার্ভিসেস-এ রাত ১০টার পরে কোন চিকিৎসক কিংবা মেডিকেল টেকনোলজিস্ট না থাকায় পিওন, নাইটগার্ড দিয়েই ভুল-ভাল রিপোর্ট প্রদান করা হচ্ছে। বিষয়টি সিসিইউ কর্তৃপক্ষ জানলেও ডাঃ হুমায়ুন কবিরের প্রতিষ্ঠানের রির্পোটের কারণে কোন চিকিৎসক মুখ খুলছেন না। অভিযোগ রয়েছে, রাতের পরীক্ষা নিরীক্ষায় বেঁচে যাওয়া ডাক্তারের কমিশনের অর্থ সিসিইউর সিএ ও রেজিষ্ট্রারদের মধ্যে ভাগ করে দেয়া হয়। ফলে ভুল রিপোর্ট প্রদান করা হলেও বিষয়টি চেঁপে যান সিসিইউ সংশ্লিষ্টরা।

সূত্রমতে, ভুল রিপোর্টের কারনে ভুল চিকিৎসায় সিসিইউতে যেসব রোগী মারা যায় তার জন্য অনেকটাই দায়ী ডাঃ হুমায়ুন কবির। এসব কারনে শেবাচিম কর্তৃপক্ষ তাকে একাধিকবার নোটিশ করা সত্বেও তিনি কোন কর্ণপাত না করে তার রমরমা ভুয়া ব্যবসা চালিয়ে যাচ্ছেন। এমনকি ইউনিট প্রধান ডাঃ জাকির হোসেন তার এ কর্মকান্ডের বিরুদ্ধে কর্তৃপক্ষের কাছে লিখিত অভিযোগ দায়ের করা সত্বেও অদৃশ্য কারনে কোন ব্যবস্থা গ্রহণ করা হয়নি।

সরেজমিনে দেখা গেছে, ডাঃ হুমায়ুন কবির সিসিইউতে রাউন্ডে গেলে তার ডায়াগনস্টিক আবিদ ইসলামিয়া সার্ভিসেস’র মার্কেটিং প্রতিনিধিদের সাথে নিয়ে যান। যাদের মধ্যে রয়েছে-পানি উন্নয়ন বোর্ডের সাবেক স্টোর কিপারের পুত্র অপু, প্রতিনিধি রাসেল, আরিফ, রাকিব, শাকিল, নিপু, খাদিজা, রিমা, ফাতেমা ও হাসান। রোগীদের ব্যবস্থাপত্র লিখে তা রোগীর হাতে না দিয়ে ডাঃ হুমায়ুন কবির তার লোকদের হাতে ধরিয়ে দিচ্ছেন। যাতে করে ওই ডায়াগনস্টিক থেকেই রোগীরা পরীক্ষা নিরীক্ষা করতে বাধ্য হয়। যদি রোগী শেবাচিমের প্যাথলজি বা অন্যকোন ডায়াগনস্টিক থেকে পরীক্ষা নিরীক্ষা করান তবে তা ছুড়ে ফেলে দেয়ারও অভিযোগ রয়েছে ডাঃ হুমায়ুন কবিরের বিরুদ্ধে।

নাম প্রকাশ না করার শর্তে সিসিইউ ইউনিটের এক কর্মকর্তা বলেন, ডাঃ হুমায়ুন কবির একযুগেরও অধিক সময় ধরে শেবাচিমে দায়িত্ব পালন করে আসছেন। তারমতো কতিপয় চিকিৎসকের কারণে ডাক্তারী পেশাকে কলঙ্কিত করে রোগী ও তাদের স্বজনদের কাছে বিতর্কিত করা হচ্ছে। তিনি আরও বলেন, সিসিইউ ইউনিটে সর্ব সাধারনের প্রবেশে নিষেধাজ্ঞা থাকলেও তিনি (হুমায়ুন কবির) নিষেধাজ্ঞা অমান্য করে তার ডায়াগনস্টিক সেন্টারের একাধিক মার্কেটিং প্রতিনিধিদের সিসিইউর অভ্যন্তরে বসিয়ে রাখেন। রোগীদের পরীক্ষা নিরীক্ষা দেয়ার সাথে সাথে তার প্রতিনিধিরা ব্যবস্থাপত্র হাত থেকে জোরকরে কেড়ে নিয়ে যাচ্ছেন। যার প্রমান হিসেবে দেখা যায় সিসিইউর প্রতিটি রোগীর রিপোর্ট ফাইলে আবিদ ইসলামিয়া মেডিকেল সার্ভিসেস’র রিপোর্ট গাঁথা রয়েছে।

এ ব্যাপারে অভিযুক্ত ডাঃ হুমায়ুন কবির সাংবাদিকদের বলেন, আমি আব্দুল্লাহ হাসপাতাল ও আবিদ ইসলামিয়া মেডিকেল সার্ভিসেস’র একজন শেয়ার হোল্ডার। কতিপয় ব্যক্তি আমার বিরুদ্ধে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে মিথ্যে অভিযোগ দায়ের করেছেন। যার কোন সত্যতা নেই। এছাড়া আমার বিরুদ্ধে কোন ডাক্তারের অভিযোগ নেই। পরে সাংবাদিকদের তিনি আব্দুল্লাহ হাসপাতালে চায়ের আমন্ত্রন জানান।

(টিবি/এসপি/ফেব্রুয়ারি ১৭, ২০২০)

পাঠকের মতামত:

২০ এপ্রিল ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test