E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

সড়ক অবরোধ করে বিএম কলেজের শিক্ষার্থীদের বিক্ষোভ

২০২০ ফেব্রুয়ারি ১৮ ১৭:১৬:৫৪
সড়ক অবরোধ করে বিএম কলেজের শিক্ষার্থীদের বিক্ষোভ

আঞ্চলিক প্রতিনিধি, বরিশাল : চার বছর মেয়াদী অনার্স কোর্সের ফাইনাল পরীক্ষার রুটিনের তারিখ পরিবর্তনের দাবিতে তৃতীয় দিনের মতো বরিশালে মিছিল ও সড়ক অবরোধ করে বিক্ষোভ করেছে সরকারী ব্রজমোহন (বিএম) কলেজের শিক্ষার্থীরা। মঙ্গলবার সকালে বিএম কলেজ ক্যাম্পাসের জিরো পয়েন্ট থেকে মিছিল বের করে শিক্ষার্থীরা।

যা ক্যাম্পাসের বিভিন্ন সড়ক প্রদক্ষিন করে কলেজ প্রশাসন বিভাগের সামনের রাস্তায় গিয়ে জড়ো হয়। পরে সেখানে রাস্তায় বসে পরে শিক্ষার্থীরা তাদের পরীক্ষার রুটিন পরিবর্তনের দাবি জানিয়ে শ্লোগান দিতে থাকে। এতে করে সড়কের দুইপাশে দীর্ঘ যানজটের সৃষ্টি হয়। পরবর্তীতে কলেজের অধ্যক্ষ শফিকুর রহমান শিকদারসহ অন্যান্য শিক্ষক নেতাদের আশ্বাসে কর্মসূচি স্থগিত করে শিক্ষার্থীরা।

শিক্ষার্থীরা জানায়, পরীক্ষার তারিখ সংশোধন করে ২৭ তারিখের পরীক্ষা মাত্র দুইদিন পিছিয়ে দেয়া হয়েছে কিন্তু আন্দোলন করতে গিয়ে তারা ৩/৪দিন পড়াশুনা করতে পারেনি। অতএব এই সংশোধন তারা মানেনা। তাদের দাবী পরীক্ষা পিছিয়ে ২৯ তারিখ নতুবা ১৫দিন পিছিয়ে দিতে হবে।

(টিবি/এসপি/ফেব্রুয়ারি ১৮, ২০২০)

পাঠকের মতামত:

২০ এপ্রিল ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test