E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

শাজাহান খানের বিরুদ্ধে মানহানি মামলা, মাদারীপুরে মানববন্ধন-বিক্ষোভ 

২০২০ ফেব্রুয়ারি ১৮ ১৭:২০:১৯
শাজাহান খানের বিরুদ্ধে মানহানি মামলা, মাদারীপুরে মানববন্ধন-বিক্ষোভ 

মাদারীপুর প্রতিনিধি : সাবেক নৌপরিবহণমন্ত্রী, আওয়ামীলীগের প্রেসিডিয়াম সদস্য, মাদারীপুর জেলা সড়ক পরিবহণ শ্রমিক ইউনিয়নের সভাপতি শাজাহান খানের (এমপি) বিরুদ্ধে ১শ’ কোটি টাকার মানহানি মামলার প্রতিবাদে মাদারীপুরে আধাবেলা সড়ক অবরোধ করে বিক্ষোভ করেছে পরিবহণ শ্রমিকরা।

মঙ্গলবার সকাল থেকে দুপুর ১২টা পর্যন্ত ঢাকা-বরিশাল মহাসড়কসহ আঞ্চলিক সড়কের বিভিন্ন স্থানে টায়ার জ¦ালিয়ে ইলিয়াছ কাঞ্চনের কুশপত্তালিকা দাহ করে প্রতিবাদ করে শ্রমিকরা। বেলা ১২টার পরে সবধরণের যানবাহন চলাচল স্বাভাবিক হয়।

একাধিক সূত্রে জানা গেছে, শ্রমিক নেতা শাজাহান খানের বিরুদ্ধে মানহানী মামলা করার প্রতিবাদে খন্ড খন্ড মিছিল নিয়ে শ্রমিকরা মহাসড়ক ও আঞ্চলিক সড়কের বিভিন্ন স্থানে জড়ো হয়। সড়কের বিভিন্ন স্থানে ইলিয়াস কাঞ্চনের কুশপুত্তলিকা পোড়ানো হয়।

এ সময় সড়কগুলোতে যান চলাচল বন্ধ হয়ে যায়। পূর্ব ঘোষণা ছাড়াই মাদারীপুরের শ্রমিকরা মহাসড়ক ও আঞ্চলিক সড়কে যানবাহন চলাচল বন্ধ রেখেছে। এতে দুর্ভোগে পড়ে যাত্রীরা।

এদিকে দ্রুত মামলা প্রত্যাহারের দাবী জানান শ্রমিক নেতৃবৃন্দ। আর তা না হলে আগামীতে বৃহত্তর আন্দোলনের ঘোষণা দেওয়া কথা জানান তারা।

খোঁজ নিয়ে আরো জানা যায়, মামলা প্রত্যাহারের দাবীতে মঙ্গলবার সকাল ৯টায় শিবচরের কাঁঠালবাড়ি ঘাটে মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ করেছে মাদারীপুর জেলা সড়ক পরিবহণ শ্রমিক ইউনিয়ন।
এছাড়া ঢাকা-বরিশাল মহাসড়ক অবরোধ করে রাজৈরে টায়ার জ্বালিয়ে বিক্ষোভ করে শ্রমিকরা। এসময় সড়কে যান চলাচল বন্ধ হয়ে যায়।

সকালে জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়। এসময় উপস্থিত ছিলেন সড়ক পরিবহণ শ্রমিক ইউনিয়নের সিনিয়র সহসভাপতি মো. ডাবলু বেপারী, ঘাট শাখার সভাপতি মো. ফারুক হোসেন, শিবচর শাখার কার্যকরী সভাপতি খোকন খাঁ প্রমুখ।

উল্লেখ্য, গত ১২ ফেব্রুয়ারি শ্রমিক নেতা শাজাহান খানের বিরুদ্ধে মানহানির অভিযোগ এনে ১শ’ কোটি টাকা ক্ষতিপূরণ চেয়ে মামলা দায়ের করেন নিরাপদ সড়ক চাই প্রতিষ্ঠাতা ও চেয়ারম্যান চিত্রনায়ক ইলিয়াস কাঞ্চন।

এ ব্যাপারে জেলা সড়ক পরিবহণ শ্রমিক ইউনিয়নের কার্যকরী সভাপতি খন্দকার খায়রুল হাসান নিটুল জানান, ‘যদি অবিলম্বে ইলিয়াছ কাঞ্চন মামলা প্রত্যাহার না করে তাহলে সারাদেশ অচল করে দেয়া হবে। আগামীতে সব সড়ক-মহাসড়কের সব ধরণের পরিবহণ বন্ধ করা হবে।’

মাদারীপুরের অতিরিক্ত পুলিশ সুপার উত্তম প্রসাদ পাঠক বলেন, ‘শ্রমিকদের আন্দোলনকে ঘিরে পথচারী ও যাত্রীদের নিরাপত্তায় সড়কগুলোতে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।’

(এএস/এসপি/ফেব্রুয়ারি ১৮, ২০২০)

পাঠকের মতামত:

২০ এপ্রিল ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test