Occasion Banner
E Paper Of Daily Bangla 71
Janata Bank Limited
Technomedia Limited
Mobile Version

‘এসো মুক্তিযুদ্ধের গল্প শুনি’ শীর্ষক আলোচনা সভা

২০২০ ফেব্রুয়ারি ১৮ ১৭:৫৫:৫০
‘এসো মুক্তিযুদ্ধের গল্প শুনি’ শীর্ষক আলোচনা সভা

আঞ্চলিক প্রতিনিধি, বরিশাল : জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশত বার্ষিকী “মুজিববর্ষ” উদ্যাপন উপলক্ষে নগরীর বাঘিয়া আল-আমিন কামিল মাদ্রাসায় ‘এসো মুক্তিযুদ্ধের গল্পশুনি’ শীর্ষক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার বেলা ১২টায় বরিশাল বিভাগীয় তথ্য অফিসের আয়োজনে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক এসএম অজিয়র রহমান।

অনুষ্ঠানে মুক্তিযুদ্ধের গল্প বলে স্মৃতিচারন করে বক্তব্য রাখেন-বীর মুক্তিযোদ্ধা মহিউদ্দিন মানিক বীর প্রতীক। বিশেষ অতিথি ছিলেন জেলা শিক্ষা অফিসার মোঃ আনোয়ার হোসেন।

মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা আব্দুর রবের সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তারা শিক্ষক-শিক্ষার্থীদের উদ্দেশ্যে বলেন, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নির্দেশে দীর্ঘ নয় মাস রক্তক্ষয়ী সংগ্রাম করে মুক্তিযোদ্ধারা এ দেশবাসীকে পরাধীনতার শৃংখল থেকে মুক্ত করে মহান স্বাধীনতার বিজয় পতাকা ছিনিয়ে এনেছেন।

আমাদেরকে সঠিক শিক্ষাগ্রহণ করে স্বাধীনতার ইতিহাস জানতে হবে। শিক্ষার মাধ্যমে দেশপ্রেম মায়া মমতা গড়ে ওঠে। মানসম্মত শিক্ষাগ্রহন করে নিজেকে দক্ষকরে গড়ে তুলতে হবে। যার যার অবস্থান থেকে দেশের উন্নয়নের জন্য কাজ করে যেতে হবে। তাহলেই এদেশ একদিন জাতির পিতার স্বপ্নের সোনার বাংলাদেশে পরিনত হবে। পরে মুক্তিযুদ্ধের গল্পবলা, চলচ্চিত্র প্রদর্শনী ও কুইজ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়।

আলোচনা সভায় মাদ্রাসার শিক্ষক-শিক্ষার্থী, অভিভাবক, সাংবাদিক ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গরা উপস্থিত ছিলেন।

(টিবি/এসপি/ফেব্রুয়ারি ১৮, ২০২০)

পাঠকের মতামত:

২৯ জুলাই ২০২১

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test