E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

ময়মনসিংহ-কিশোরগঞ্জ মহাসড়কের ঈশ্বরগঞ্জ অংশ পরিণত হয়েছে মরণ ফাঁদে!

২০২০ ফেব্রুয়ারি ১৯ ১৬:২০:৩০
ময়মনসিংহ-কিশোরগঞ্জ মহাসড়কের ঈশ্বরগঞ্জ অংশ পরিণত হয়েছে মরণ ফাঁদে!

ঈশ্বরগঞ্জ (ময়মনসিংহ) প্রতিনিধি : ময়মনসিংহ-কিশোরগঞ্জ মহাসড়কের ঈশ্বরগঞ্জ অংশ পরিণত হয়েছে মরণ ফাঁদে। মহসড়কের গৌরিপুরের রামগোপালপুর থেকে ঈশ্বরগঞ্জ পৌর এলাকার শিমুলতলী মোড় পর্যন্ত প্রতিনিয়ত ঘটছে ছোট বড় দুর্ঘটনা। প্রায় ৭ কি.মি. এ রাস্তায় সবসময় মানসিক চাপ নিয়েই যাতায়াত করছে মানুষ। 

ঈশ্বরগঞ্জ ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স স্টেশন মাস্টার মাহফুজুর রহমান জানান, গত ২০১৯ সালের জানুয়ারি থেকে শুরু করে চলতি বছরের জানুয়ারি পর্যন্ত মহাসড়কের এই অংশে ছোট বড় মোট ১১৫ টি দুর্ঘটনা ঘটেছে। এসব দুর্ঘটনায় ঘটনাস্থলেই নিহত হয়েছেন ২২জন আহত হয়েছেন ২১৩জন। হাসপাতালে আহতদের মধ্য থেকে আরো নিহত হয়েছেন অনেকেই।

মহাসড়কে অটোরিক্সা চলার নিয়ম না থাকলেও অবাধে চলছে এসব অবৈধ যান। প্রায় সময়ই চলছে ইঞ্জিন চালিত নসিমন, হ্যান্ড ট্রলিসহ বিভিন্ন অবৈধ যানবাহন। বেপরোয়া গতি, ওভারটেকিং, পথচারীদের অসাবধানতা, ড্রাইভারদের অসেচনতা, মূল সড়কগুলোর সাথে সংযোগ সড়কস্থলের স্থানে মূল সড়কের অংশ দেখেত না পাওয়া, অদক্ষ ড্রাইভার, ছোট গাড়িগুলোর আগে এসে সিরিয়াল দেয়ার প্রবণতা এসব দুর্ঘটনার অন্যতম কারন বলে জানান এ রাস্তায় চলাচলকারীরা। কেউ কেউ আবার এ এলাকাকে প্রাকৃতিকভাবে দুর্ঘটনাকবল এলাকা হিসেবেও দাবি করছেন।

ওই রোডের মাহিন্দ্র গাড়ির ড্রাইভার পুবাইল গ্রামের মোসলেম উদ্দিন (২৪) বলেন, এ রোডে চালিত ছোট গাড়ি গুলোর বেপরোয়া গতিই এ রাস্তায় দুর্ঘটনার মুল কারন।

ঈশ্বরগঞ্জ সওজের উপ-সহকারী প্রকৌশলী শেখ মোজ্জামেল হক জানান, রাস্তার ডিজাইনগত কোনো সমস্যা নেই চালকদের অসচেতনতার জন্যই অধিক দুর্ঘটনা ঘটছে।

(এন/এসপি/ফেব্রুয়ারি ১৯, ২০২০)

পাঠকের মতামত:

২৬ এপ্রিল ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test