E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

আর্ন্তজাতিক মাতৃভাষা দিবসে ঈশ্বরদীর রেলওয়ে স্কুলের নাজিমউদ্দিনের নাম বাতিলের দাবি

২০২০ ফেব্রুয়ারি ২১ ১৫:৪২:২৭
আর্ন্তজাতিক মাতৃভাষা দিবসে ঈশ্বরদীর রেলওয়ে স্কুলের নাজিমউদ্দিনের নাম বাতিলের দাবি

ঈশ্বরদী (পাবনা) প্রতিনিধি : আর্ন্তজাতিক মাতৃভাষা দিবসে ঈশ্বরদীর সর্বস্তরে ঈশ্বরদীস্থ বাংলাদেশ রেলওয়ে নাজিমউদ্দিন উচ্চ বিদ্যালয়ের নাম হতে নাজিমউদ্দিনের নাম বাতিলের দাবী উঠেছে। একুশের প্রথম প্রহরে শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণের সময় উপস্থিত সকল সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের পক্ষ হতে এই দাবিতে শ্লোগান দেয়া হয়।

শুক্রবার উপজেলা পরিষদে মহান শহীদ দিবস ও আর্ন্তজাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে উপজেলা নির্বাহী অফিসার শিহাব রায়হানের সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা অনুষ্ঠানেও বক্তরা নাজিমউদ্দিনের নাম পরিবর্তনের দাবী জানিয়েছেন।

এসময় প্রধান অতিথি উপজেলা চেয়ারম্যান ও মুক্তিযোদ্ধা নূরুজ্জামান বিশ্বাস বলেন, তদানিন্তন পূর্ব পাকিস্তনের প্রধানমন্ত্রী খাজা নাজিমউদ্দিন ১৯৫২ সালের ২৬ জানুয়ারী পল্টন মযদানে জিন্নাহর সাথে সুর মিলিয়ে ষোষণা করেছিলেন ‘একমাত্র উর্দূই হবে পাকিস্তানের রাষ্ট্রভাষা।’ এই বায়ান্ন সালেই ঈশ্বরদীতে নাজিমউদ্দিনের নামে রেলওযে হাই স্কুল প্রতিষ্ঠা করা হয়।

২০১৯ সালের ১৪ই ডিসেম্বর ঈশ্বরদী প্রেসক্লাবের বুদ্ধিজীবি দিবসের আলোচনা অনুষ্ঠানের প্রথম নাজিমউদ্দিনের নাম পরির্বতনের দাবী জানানো হয়। স্বাধীনতা অর্জনের পর ৪৮ বছরে সকল ক্ষেত্রে পাকিস্তানের দোসরদের নাম পরিবর্তন হলেও ঈশ্বরদীর এই স্কুলটির নাম অদ্যবধি পরিবর্তন না হওয়ায় সর্বস্তরের মানুষ এখন এই দাবী বাস্তবায়নের জন্য একাট্টা।

(এসকেকে/এসপি/ফেব্রুয়ারি ২১, ২০২০)

পাঠকের মতামত:

১৯ মে ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test