E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

রাজারহাটে শহীদ ও আর্ন্তজাতিক মাতৃভাষা দিবস পালিত

২০২০ ফেব্রুয়ারি ২১ ১৬:৫৮:৪৮
রাজারহাটে শহীদ ও আর্ন্তজাতিক মাতৃভাষা দিবস পালিত

রাজারহাট (কুড়িগ্রাম) প্রতিনিধি : ২১ ফেব্রুয়ারি শুক্রবার যথাযোগ্য মর্যাদায় কুড়িগ্রামের রাজারহাটে শহীদ দিবস ও আর্ন্তজাতিক মাতৃভাষা দিবস পালিত হয়েছে।

এ উপলক্ষে উপজেলা পরিষদ চত্বর শহীদ মিনারে ২০ ফেব্রুয়ারি রাত ১২টা ১মিনিটে ২১ বার তোপধ্বনির মাধ্যমে শহীদ বেদীতে পুষ্পমাল্য অর্পন করেন উপজেলা পরিষদ, উপজেলা প্রশাসন, থানা পুলিশ, উপজেলা মুক্তিযোদ্ধা, আওয়ামীলীগ ও তার সহযোগী সংগঠন, জাতীয় পার্টি, রাজারহাট হাসপাতাল, উপজেলা স্কাউটস্, রাজারহাট সরকারি মীর ইসমাইল হোসেন কলেজ, প্রেসক্লাব রাজারহাট, রাজারহাট পাইলট উচ্চ বিদ্যালয়, সোনালুরকুটি উচ্চ বিদ্যালয়, দলিল লেখক সমিতি, উপজেলা দূর্নীতি প্রতিরোধ কমিটিসহ বিভিন্ন সামাজিক ও সাংস্কৃতিক সংগঠন। এছাড়া স্ব স্ব শিক্ষা প্রতিষ্ঠানে শহীদ মিনারে পুস্পমাল্য অর্পণসহ বিভিন্ন কর্মসূচী পালিত হয়েছে।

এর আগে শহীদ দিবস উপলক্ষে উপজেলা পরিষদ চত্বরে বর্ণমালা সাজা ও আলোকসজ্জা করা হয়। ২১

ফেব্রুয়ারি সকালে শিক্ষা ও ব্যবসা প্রতিষ্ঠান সহ বিভিন্ন অফিস আদালতে জাতীয় পতাকা উত্তোলন করা হয়। সকাল ৮টায় বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের ছাত্র-ছাত্রী ও শিক্ষকগণ প্রভাত ফেরীতে অংশগ্রহন করে উপজেলা পরিষদ শহীদ মিনারে পুস্পস্তবক অর্পণ করেন। এছাড়া উপজেলা পরিষদ চত্বরে কবিতা আবৃতি ও চিত্রাঙ্কন প্রতিযোগীতা অনুষ্ঠিত হয়।

এরপর আলোচনা সভায় বক্তব্য রাখেন উপজেলা পরিষদ চেয়ারম্যান জাহিদ ইকবাল সোহরাওয়ার্দ্দী বাপ্পি, উপজেলা নির্বাহী অফিসার মোহাঃ যোবায়ের হোসেন, উপজেলা ভাইস চেয়ারম্যান আশিকুল ইসলাম ম-ল সাবু, মহিলা ভাইস চেয়ারম্যান মোছাঃ ইয়াছমিন বেগম, রাজারহাট থানার অফিসার ইনচার্জ কৃষ্ণ কুমার সরকার।

(পিএস/এসপি/ফেব্রুয়ারি ২১, ২০২০)

পাঠকের মতামত:

২৫ এপ্রিল ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test