E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

সিংড়ায় কলার গাছের শহীদ মিনারে শ্রদ্ধা জানালেন শিক্ষার্থীরা

২০২০ ফেব্রুয়ারি ২১ ১৭:৪৪:১৩
সিংড়ায় কলার গাছের শহীদ মিনারে শ্রদ্ধা জানালেন শিক্ষার্থীরা

সিংড়া প্রতিনিধি : নাটোরের সিংড়ায় কলার গাছের তৈরি শহীদ মিনারে শ্রদ্ধা জানালেন ইটালী ইউনিয়নের বিঞ্চুপুর-ইটালী মডেল উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থীরা।

শুক্রবার সকালে তারা ২১ শে ফেব্রুয়ারির প্রথম প্রহরে ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করে। এসময় স্কুলের প্রধান শিক্ষক মিজানুর রহমানসহ অন্যান্য শিক্ষকবৃন্দ উপস্থিত ছিলেন।

প্রধান শিক্ষক মিজানুর রহমান জানান, ২০০৮ সালে পাঠদানের অনুমতি পাই। ২০১৫ সালে এমপিও লাভ করে। বর্তমানে ৬ষ্ঠ থেকে দশম শ্রেণী পর্যন্ত প্রায় তিনশত শিক্ষার্থী রয়েছে। কিন্তু এখানে কোনো শহীদ মিনার নাই। এর আগে আবেদন করেছিলাম, এখনো পাইনি।

ইলিয়াস হোসেন ও খুশি খাতুন নামের দুজন শিক্ষার্থী জানান, ভাষা শহীদদের শ্রদ্ধা নিবেদনের খুব ইচ্ছে ছিলো, তাই আমরা কলার গাছ দিয়ে শহীদ মিনার তৈরি করে তাতে শ্রদ্ধা নিবেদন করি।

স্কুল ম্যানেজিং কমিটির সভাপতি, আলহাজ্ব আব্দুল আজিজ বলেন, এ স্কুলে শহীদ মিনার খুবই প্রয়োজন। সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে আমাদের আকুল আবেদন দ্রুত শহীদ মিনার স্থাপন করার জন্য।

উপজেলা নির্বাহী অফিসার নাসরিন বানু বলেন, বিষয়টি জানা ছিলো না, আবেদন করলে আমরা শহীদ মিনার করে দিবো।

(এম/এসপি/ফেব্রুয়ারি ২১, ২০২০)

পাঠকের মতামত:

২৫ এপ্রিল ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test