E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

সিরাজদিখানে অতিদরিদ্র কর্মসূচির উপকারভোগী দিয়ে রাস্তা নির্মাণে সুফল

২০২০ ফেব্রুয়ারি ২৩ ১৮:০৯:৪২
সিরাজদিখানে অতিদরিদ্র কর্মসূচির উপকারভোগী দিয়ে রাস্তা নির্মাণে সুফল

সিরাজদিখান (মুন্সীগঞ্জ) প্রতিনিধি : বাংলাদেশ সরকারের দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয় অতিদরিদ্র জন্য কর্মসংস্থান কর্মসুচির (ইজিপিপি) কর্তৃক বাস্তবায়িত অন্যতম সামাজিক নিরাপত্তা বেষ্টনী কর্মসুচি হচ্ছে“অতি-দরিদ্রদের জন্য কর্মসংস্থার কর্মসুচি”। 

মুন্সীগঞ্জ জেলার সিরাজদিখান উপজেলার মধ্যপাড়া ইউনিয়নে অতি-দরিদ্র কর্মসূচির প্রখম পর্যায়ে ৪০ দিনের কর্মসুচি প্রকল্পের আওতায় মাটিকাটা আসাদ জমাদ্দারের বাড়ি হয়ে মধ্যপাড়া পুরাতন ভাষানচর মাদ্রাসা কবরন্থান পর্যন্ত খালের পাড় দিয়ে প্রায় ১ কিলোমিটার মাটির নতুন রাস্তা নির্মান করছেন কর্মসুচির উপকারভোগীরা। খালের পাড় দিয়ে রাস্তা তৈরী ফলে মধ্যপাড়া জমাদ্দার বাড়ি পুরাতন মুস্তফাগঞ্জ কবরস্থান এলাকার গ্রামের মানুষ ও কৃষকেরা তাদের উৎপাদন করা কাঁচা পণ্য সহজে বাজারজাত করতে পারছেন।

মধ্যপাড়া এলাকার আসাদুজ্জামান,আবুল হোসেন,জাহাঙ্গির তালুকদার ও আসাদ জমাদ্দার বলেন, জমিতে আলু,কপি,ঢেঁরস,করলা,মিস্টি কুমড় ,লাউসহ বিভিন্ন ফসল থাকার কারণে আমাদেরকে অন্য পথ দিয়ে ইছাপুরা বাজার ও উপজেরার বিভিন্ন সাপ্তাহিক হাটে যেত হত এবং প্রায় ২ ঘন্টা সময় লেগে যেত। এই ভাঙ্গাচুরা রাস্তা নতুন করে নির্মানের ফলে আমরা অতি দ্রুত হাট-বাজারে কাচা পণ্য পৌঁছাতে পারছি।

নতুন রাস্তা পরির্দশন করে মধ্যপাড়া ইউপি চেয়ারম্যান হাজী আব্দুল করিম শেখ বলেন, বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা বাংলাদেশের গ্রামগুলোকে শহরে উন্নীত করার ঘোষণা দিয়েছেন। এই ঘোষণাকে বাংলাদেশের জন্য এক ঐতিহাসিক ও যুগান্তকারী ঘোষণা হিসেবে আখ্যায়িত করা যায়।

এদেশের অধিকাংশ মানুষ গ্রামে বসবাস করেন। তারা গ্রামে থেকে কঠোর পরিশ্রম করে কৃষি পন্য উৎপাদন করে দেশের খাদ্য যোগান দেন। প্রাণিসম্পদ উৎপাদন করে প্রোটিনের যোগান দেন। শিল্পাঞ্চল ও শহরতলীর কলকারখানায় দরদর করে ঘেমে ঘেমে শিল্প উৎপাদনের চাকা সচল রাখেন। অভ্যন্তরীণ চাহিদা, রপ্তানি সর্বোপরি জিডিপির ভান্ডার সমৃদ্ধ করার মূখ্য কারিগর গ্রামের মানুষ।

সরকারের দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয় অতিদরিদ্রদের জন্য কর্মসংস্থান কর্মসুচি দেশের হতদরিদ্র মানুষের সুন্দর কর্মসংস্থান। এ সময় উপস্থিত ছিলেন মধ্যপাড়া ইউনিয়ন ৪নং ওয়ার্ড সদস্য মোঃ মোঃ আলমগীর, মধ্যপাড়া ইউনিয়ন ৩নং ওয়ার্ড সদস্য আসাদুজ্জামান, মধ্যপাড়া ইউনিয়ন ২নং ওয়ার্ড সদস্য মোঃ আবুল হোসেন, মধ্যপাড়া ইউনিয়ন ৫নং ওয়ার্ড সদস্য মোঃ জাহাঙ্গির তালুকদার ও আসাদ জমাদ্দার প্রমুখ।

(এসডি/এসপি/ফেব্রুয়ারি ২৩, ২০২০)

পাঠকের মতামত:

২৫ এপ্রিল ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test