E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

কারাগার থেকে মাদক সিন্ডিকেট নিয়ন্ত্রণ

২০২০ ফেব্রুয়ারি ২৩ ১৮:৪৭:৪৮
কারাগার থেকে মাদক সিন্ডিকেট নিয়ন্ত্রণ

আঞ্চলিক প্রতিনিধি, বরিশাল : কারাগারে বসেই মাদক সিন্ডিকেট নিয়ন্ত্রণ করছে মাদক সম্রাট শাকিল খান সেন্টু। কারাগারে থাকলেই নাকি নিরাপদে চলে তার বাণিজ্য। বরিশাল ও ঝালকাঠীসহ দেশের বিভিন্ন থানায় অর্ধশত মাদক মামলা রয়েছে সেন্টুর বিরুদ্ধে। বর্তমানে সে (সেন্টু) বরিশাল কেন্দ্রীয় কারাগারে মাদক মামলায় বন্দী থেকেই মাদক সিন্ডিকেট নিয়ন্ত্রণ করছেন। এমনটাই বেরিয়ে এসেছে বিশেষ অনুসন্ধানে।

সংশ্লিষ্ট একাধিক সূত্রে জানা গেছে, ঝালকাঠির মাদক সম্রাট সেন্টুর অনুপস্থিতিতে ইয়াবা ও ফেন্সিডিলের বাণিজ্য দেখভাল করছে তার ছোট ভাই শাহআলম ও সেন্টুর স্ত্রী তাহামিনা বেগমসহ পরিবারের অন্যান্য সদস্যরা। সূত্রমতে, বরিশাল শহরের বিভিন্ন এলাকায় সেন্টু ও শাহআলমের একাধিক বাসা ভাড়া নেয়া রয়েছে। একেক বাসায় সেন্টুর স্ত্রী পরিচয়ে একেকজন নারী থাকেন। এর বাইরেও শক্তিশালী নারী-পুরুষের সিন্ডিকেট রয়েছে। যাদের মাধ্যমে মোবাইল ফোনের সাহায্যে মাদক সরবরাহ করছে শাহআলম, সেন্টুর স্ত্রী তাহমিনা, রিমি আক্তার, সেন্টুর দুলাভাই আবুল হোসেন, ভাগ্নে নিরবসহ তাদের সহযোগিরা। এরা সকলেই একাধিকবার মাদক মামলায় কারাভোগ করে জামিনে বেরিয়ে ফের মাদক বাণিজ্যে জড়িয়েছে।

অনুসন্ধানে জানা গেছে, নিয়মানুযায়ী কারাগারের বন্দীদের সাথে দেখা করার যে ব্যবস্থা রয়েছে, সেন্টুর বেলায় তার রয়েছে ভিন্নতা। তার জন্য ভিআইপি ব্যবস্থা করা হয়েছে। যেখানে প্রতিদিন ১০ থেকে ১৫ জন জেলগেটে সেন্টুর সাথে দেখা করে। মাদক সিন্ডিকেটের সদস্যরা নিয়মিত সেন্টুর সাথে দেখা করে পরামর্শ নিয়ে থাকেন। পাশাপাশি বিভিন্ন খবরাখবর দিয়ে থাকেন সেন্টুকে। সূত্রের দাবি বরিশাল কারাগারের সিসিটিভির ফুটেজ দেখলেই যার প্রমাণ পাওয়া যাবে।

নাম প্রকাশ না করার শর্তে সেন্টু সংশ্লিষ্ট কয়েকটি সূত্রে জানা গেছে, দেশের বিভিন্ন বর্ডার এলাকা থেকে ইয়াবা ও ফেন্সিডিলের বড় বড় চালান এনে বরিশালসহ গোটা দক্ষিণাঞ্চলে ছড়িয়ে দিচ্ছে সেন্টুর মাদক সিন্ডিকেট। যার প্রমানও মিলেছে, সম্প্রতি সময়ে র‌্যাব-৮ এর কয়েকটি সফল মাদক বিরোধী অভিযানে। র‌্যাব কার্যালয় সংলগ্ন এলাকাসহ ওইসব অভিযানে মাদকসহ আটককৃতদের অধিকাংশ সেন্টুর নিজ জেলা ঝালকাঠীর বাসিন্দা।

সূত্রমতে, অঢেল সম্পদের মালিক হলেও জেল থেকে জামিনে বের হন না সেন্টু। কারণ বাহিরে বের হলে তার নতুন করে মামলায় জড়ানোর ভয় রয়েছে। তাই পুরনো মামলায় কারাগারে আয়েশী জীবন যাপন করে বাহিরে থাকা সদস্যদের মাধ্যমে মাদক সিন্ডিকেটের নিয়ন্ত্রন করছেন দুর্ধর্ষ মাদক স¤্রাট শাকিল খান সেন্টু।

(টিবি/এসপি/ফেব্রুয়ারি ২৩, ২০২০)

পাঠকের মতামত:

২৫ এপ্রিল ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test